বুড়িগঙ্গা থেকে উঠানো বর্জ্য ডাম্পিং শুরম্ন
স্টাফ রিপোর্টার বুড়িগঙ্গা থেকে উত্তোলিত বর্জ্য ডাম্পিং শুরম্ন হয়েছে। ডাম্পিং প্রক্রিয়ার আগে বর্জ্য এবং পলি আলাদা করা হচ্ছে। রবিবার বিকেল থেকে এ প্রক্রিয়া শুরম্ন হয়েছে।
বিআইডবিস্নউটিএ সূত্র জানায়, উত্তোলিত বর্জ্য ও পলির ভেতর পানি দিয়ে পলি আলাদা করা হচ্ছে। পলি পাম্প দিয়ে উঠানোর পর বর্জ্য বাছাই করা হচ্ছে। এসব বর্জ্যের মধ্যে যা রিসাইক্লিং করা যায় তা বাছাই করা হচ্ছে। এদিকে বরিশাল থেকে আজ আরও একটি উচ্চ ৰমতাসম্পন্ন কাটার মেশিন আনা হচ্ছে বলে জানান বিআইডবিস্নউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজার) আব্দুল মতিন। আজ সকালে বিআইডবিস্নউটিএর চেযারম্যান ডাম্পিং এলাকা পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।বুড়িগঙ্গা খনন শুরম্ন হলেও আমিনবাজারের কাছে বুড়িগঙ্গার নাব্য সঙ্কটের কারণে এতদিন ডাম্পিং করা সম্ভব হচ্ছিল না। এদিকে গতকালও বুড়িগঙ্গার তীরে গিয়ে দেখা গেছে বুড়িগঙ্গা থেকে বর্জ্য উত্তোলন অব্যাহত রয়েছে।
No comments