ভারতীয় ছবিতে অভিনয়ে আগ্রহী রাসেল ক্রো
ভারতীয় ছবিতে অভিনয় করতে পারলে আমার অনেক ভালো লাগবে।’ সম্প্রতি এভাবেই ভারতীয় ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ‘গ্ল্যাডিয়েটর’খ্যাত অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রাসেল ক্রো।
২৬ বছরের দীর্ঘ অভিনয় জীবনে ‘রবিন হুড’, ‘আমেরিকান গ্যাংস্টার’, ‘এ বিউটিফুল মাইন্ড’, ‘লা মিজারেবলস’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়ে হলিউডে পাকা আসন গেড়েছেন রাসেল ক্রো। এবারে ভারতীয় ছবিতেও নিজের অভিনয় নৈপুণ্য দেখাতে চান ৪৮ বছর বয়সী এ অভিনেতা। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে পিটিআই।এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘বছর দুয়েক আগে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুদীপ্ত সেনের সঙ্গে আমার সাক্ষাত্ হওয়ার কথা ছিল। তিনি ইন সার্চ অব ইমমরটালিটি শিরোনামের একটি ছবি বানাতে চেয়েছিলেন। কিন্তু ছবিটির কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। আজও ছবিটিতে অভিনয়ের জন্য ডাক পাওয়ার অপেক্ষায় আছি। মনে-প্রাণে চাইছি, ছবিটির কাজ যেন শুরু হয়।’
রাসেল আরও বলেন, ‘আমি শুনেছি, ভারতীয় চলচ্চিত্র শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। এরই মধ্যে বলিউড এবং হলিউডের মধ্যে মেধা আদান-প্রদানের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। হলিউডের অনেক নির্মাতাই এখন ভারতে গিয়ে ছবি বানাচ্ছেন। ছবিগুলোতে হলিউড এবং বলিউডের অভিনয়শিল্পীদের নেওয়া হচ্ছে।’
No comments