শ্রদ্ধাঞ্জলি : দুই কৃতী বাঙালী প্রণাম

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জন্মেছেন এমন দুই কৃতী মানুষের কথা না লিখলে মনের কাঁটায় খচখচ করা থামবে না। প্রথমজন জন্মেছিলেন ৯ জানুয়ারি। আপদমস্তক অসাম্প্রদায়িকতার প্রতীক ছিলেন তিনি।
আমাদের দেশের বাম ও প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা দধীচির মতো। বন্ধু সোহরাব হাসান তখন সংবাদে সন্তোষ দা'র অন্ত্যেষ্টিক্রিয়ার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, ীণ শরীরের এই যোদ্ধাকে শেষ বিদায় জানানো হয়েছিল আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গেয়ে। আগুনের সঙ্গে চিরসন্ধি ছিল তাঁর। সিডনি আসার পূর্বেও তাঁর অভিমত, তাঁর মতামত নিয়েছি। জীবনের যদি কোন বর্ণাঢ্য দিক থেকে থাকে তবে তা সন্তোষ গুপ্তের মতো মানুষের সঙ্গলাভ। সে গৌরব চিরদিন শিরোধার্য। অপরজন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। বিবাহোত্তর কালে দাদু সম্বোধনের গুরুজন হলেও শৈশব থেকেই চিনি। তিনি জন্মেছেন ১০ জানুয়ারি। যত বয়স বেড়েছে যশ, কীর্তি আর জনধন্যতায় বিস্তার লাভ করেছেন সূর্যসেনের কিশোর সঙ্গী, জাতীয় আন্দোলন, সংগ্রাম ও ন্যায্যতায় প্রতিবাদী, জনকণ্ঠ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত বিনোদ দাদুর জন্মশতবার্ষিকীতে জানাই প্রবাসী শ্রদ্ধা। কিছুটা ঈর্ষাও আছে বটে, এত বড় মাপের মানুষের ইমেজ ও তাঁর চাপে আমার মতো তুচ্ছজনের জন্মদিনটি পড়ে রইল এক পাশে। তবু তাঁর গৌরবে, তাঁর আলোকে প্রভাবিত হওয়াটাও কম কথা নয়। দেশে যখন ভাল মানুষের আকাল তখন এঁদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুদ্ধির পথটা জরুরীও বটে।
ঢট্রথলর্যটটনমহআদর্মবটধফ.ডমব

No comments

Powered by Blogger.