ক্রীড়া উন্নয়ন লটারীর ড্র প্রথম পুরস্কার ঘ-০৪১০৮১৪
বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ক্রীড়া উন্নয়ন (তৃতীয় পর্ব) লটারীর ২০০৯ এর ড্র সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। লটারীতে প্রথম পুরস্কার প্রাপ্ত নম্বরটি হচ্ছে-ঘ-০৪১০৮১৪।
৬২/৩ পরানা পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বিওএ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য ও কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এই লটারী অনুষ্ঠিত হয়। লটারী তদারকি করেন বাংলাদেশ ব্যাংকের প্রাইজবন্ড শাখার পদস্থ কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।লটারীতে দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত নম্বর ঝ-০৪১৮০৪৩। তৃতীয় পুরস্কার প্রাপ্ত নম্বর ঙ-০২৬৫৬০০। লটারীর ৪র্থ পুরস্কার ৩টি, পঞ্চম পুরস্কার ৫টি। চতুর্থ পুরস্কার প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে ছ-০৪৭১৮২৪, জ-০৩৭৭৭৪৪ ও ছ-০৪০১১৯৬। ৫ম পুরস্কার পাওয়া নম্বরগুলো হলো-গ-০১২৩০১১, ঞ-০৩৮৩৬৭৩, জ-০৪৩৬৯৯৩, গ-০৩৬৫৮২৮ ও ক-০১৯০৯১৩। বিজ্ঞপ্তি।
No comments