বিয়ে করছেন জর্জ লুকাস
বিয়ে করতে যাচ্ছেন ৬৮ বছর বয়সের মার্কিন চিত্র নির্মাতা ও প্রযোজক জর্জ লুকাস। এরই মধ্যে দীর্ঘদিনের প্রেমিকা মেলোডি হবসনের সঙ্গে ‘স্টার ওয়ারস’খ্যাত এই নির্মাতার বাগদান সম্পন্ন হয়েছে।
গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে লুকাসফিল্ম লিমিটেড। ছয় বছর ধরে প্রেম করছিলেন লুকাস এবং এরিয়েল ইনভেস্টমেন্টস কোম্পানির প্রেসিডেন্ট মেলোডি। এবারে তাঁরা সেই সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত বিয়ের স্থান কিংবা দিনক্ষণ সম্পর্কে ঘোষণা দেননি তাঁরা। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, জর্জ লুকাসের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৬৯ সালে মারিয়া লুকাসকে বিয়ে করেছিলেন তিনি। ‘স্টার ওয়ারস’ চলচ্চিত্র সম্পাদনার স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সালে অস্কার জিতেছিলেন মারিয়া। ১৯৮৩ সালে লুকাস এবং মারিয়ার বিচ্ছেদ হয়ে যায়।
No comments