নতুন বছরে শ্রাবণী
অপূর্ব-রানা পরিচালিত ‘পালাবার পথ নেই’তে
অভিনয় করে ভাল একটা পরিচিতি পাওয়া নায়িকা শ্রাবণী নতুন বছরে দর্শকদের কাছে
আসবেন নতুন নতুন চমক নিয়ে। এরমধ্যে বড় চমক হচ্ছে যুগল পরিচালক অপূর্ব-রানার
একজন কবিরুল ইসলাম রানা পরিচালিত ‘প্রেম মানে পাগলামী’ উল্লেখযোগ্য।
এ
ছাড়া কিরন মেহেদী ও মনিরুল ইসলাম সোহেলের নির্দেশনায় বেশ কয়েকটি
বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে আকর্ষণীয় ফিগারের স্মার্ট নায়িকা শ্রাবণীকে। গত
বছর মুক্তিপ্রাপ্ত ‘পালাবার পথ নেই’ ছবিতে শ্রাবণী সাথী নামে পর্দায়
উপস্থিত হলেও এখন থেকে তিনি শ্রাবণী নামেই পরিচিত হতে চান। বললেন, সাথী
নামে আগে একজন নায়িকা ছিল বলে নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই তো আমি
পরিচালক রানা ভাইয়ের সঙ্গে কথা বলে আমার শ্রাবণী নামেই পর্দায় আসবো।
শ্রাবণীর ভাল নাম শ্রাবণী ইসলাম সাথী। শেরপুরের এ মেয়ের জন্ম ১৪ই জুন। তার
স্বপ্ন মিডিয়ায় বিশেষ করে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়া। বিশ্বাস, সুযোগ পেলে
নিজেকে যোগ্যতা অনুযায়ী তুলে ধরতে সমর্থ হবেন। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার
গ্ল্যামারার্স গার্ল শ্রাবণীর প্রিয় অভিনেত্রী শাবনূর। তার ভাল লাগে
বাংলাদেশের সিনেমা দেখতে। বললেন, আমাদের দেশের সিনেমা শিল্পের একজন হতে
চাই। এর জন্য বেশি করে বাংলা ছবি দেখি। অন্য দেশের ছবিও দেখি কিন্তু আমার
প্রথম এবং প্রধান দুর্বলতা বাংলাদেশের সিনেমা। পাশাপাশি ভাল মানের মডেল
হিসেবে কাজ করার স্বপ্ন দেখি।
No comments