জ্যাকসনের সেই ১৫ হাজার পাউন্ড!
২০০৯ সালে ১৫ হাজার পাউন্ড খরচ করে রেশম ও উলের তৈরি চমত্কার একটি মাদুর কিনেছিলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন।
কিন্তু সেটি ব্যবহারের সুযোগ তিনি পাননি; চলে গেছেন না-ফেরার দেশে। ওয়েস্ট লন্ডনের একটি দোকান থেকে কেনা অব্যবহূত মাদুরটি সম্প্রতি জ্যাকসনের কর্মচারীরা ফিরিয়ে দিয়ে ১৫ হাজার পাউন্ড ফেরত নিয়েছেন।ওয়েবসাইটে মাদুরটি দেখে মনে ধরেছিল জ্যাকসনের। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে ১২ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের মাদুরটি কেনার ব্যবস্থা করেন। যুক্তরাজ্যের ওটু এরিনায় আয়োজিত কনসার্টের সাজঘরে এটি বিছানোর ইচ্ছে ছিল জ্যাকসনের। কিন্তু তাঁর সেই ইচ্ছার পরাজয় ঘটে আকস্মিক মৃত্যুর কাছে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাজ্যের হল্যান্ড পার্ক এলাকায় অবস্থিত ওই মাদুরের দোকানের কর্মচারীরা। তাঁদের একজন বলেন, ‘এত দিন আগে কেনা মাদুর ফিরিয়ে দিয়ে অর্থ ফেরত নেওয়ার ঘটনায় আমরা খুবই অবাক হয়েছি। তবে অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকায় অনেক দিন পেরিয়ে গেলেও মাদুরের অর্থ ফেরত দিয়েছি আমরা।’
No comments