বিনামূল্যে বই দেয়ায় শিক্ষার মান ও শিক্ষার্থী বেড়েছে ॥ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। তিনি সোমবার সকালে তাঁর সরকারী বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীর একজন করে শিক্ষার্থীর হাতে একসেট বই তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মোঃ আফসারুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসস’র।প্রধানমন্ত্রী শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার উল্লেখ করে বলেন, তাঁর সরকার এ লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়া সম্ভব নয়।’ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু করার পর দেশে শিক্ষার মান অনেক বেড়েছে।
তিনি বলেন, অভিভাবকদের এখন আর তাদের সন্তানদের বই কিনে দিতে হচ্ছে না এবং তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছে। তিনি বলেন, সারাদেশে মাধ্যমিক পর্যায়ের মোট ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ ছাত্রছাত্রী ২০১৩ সালের শিক্ষা বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পাবে। তিনি বলেন, ‘প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে বিপুলসংখ্যক পাঠ্যবই বিতরণের মাধ্যমে বাংলাদেশ সারাবিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিনামূল্যে পাঠ্যবই বিতরণের কারণে দেশে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, এটা জাতির জন্য সুখবর যে, দেশে ছাত্রীর সংখ্যা অনেক বাড়ছে। শিক্ষার্থীদের দেশের আগামীদিনের নেতা উল্লেখ করে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, তারা যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
পরীক্ষার ফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো ও তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমাদের শিক্ষার্থীরা মেধাবী এবং যেখানেই যাচ্ছে সুযোগ পেলে তারা সে স্বাক্ষর রাখছেÑ একথা উল্লেখ করে শেখ হাসিনা ভাল ফলের জন্য লেখাপড়ায় আরও মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বিপুলসংখ্যক বই বিতরণ ও ছাপার মতো বিশাল কাজ সম্পন্নের জন্য শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান। আজ মঙ্গলবার থেকে এই নতুন বছর শুরু হবে। শিক্ষামন্ত্রী জানান, এ বছর প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ শিক্ষার্থীর জন্য ২৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৬০৬ কপি বই ছাপা হয়েছে। এসব বই ১০ হাজার ৫০৭টি ট্রাকযোগে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছানো হয়েছে।
No comments