স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতের
সন্ত্রাসী হামলায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন মাসুমকে জামায়াতে ইসলাম শিবির কর্মী দাবি করে খুনীদের দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবি জানিয়েছে।
বিকেলে নগর জামায়াত আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর জামায়াতের আমির ও এমপি মাওলানা শামসুল ইসলাম। সাংবাদিক সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র সংঘর্ষের পর একজন ছাত্র নিহত হওয়ার প্রেেিত স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য ও নির্দেশের ভিত্তিতে দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে অভিযোগ করে এ দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। জামায়াত তাদের প থেকে ৫ দফা দাবি দিয়েছে। এর মধ্যে রয়েছে মহিউদ্দিন, শাহীন ও রাবি ছাত্র ফারম্নকসহ সকল হত্যাকা-ের সুষ্ঠু তদনত্ম ও খুনীদের গ্রেফতার করে শাসত্মি দিতে হবে। চট্টগ্রামে গ্রেফতারকৃত জামায়াত-শিবির কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ষড়যন্ত্রমূলক দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জামায়াত শিবিরের অফিস ও নেতাকর্মীদের বাসায় হামলাকারীদের গ্রেফতার করতে হবে এবং চিরম্ননি অভিযানের নামে পুলিশী হয়রানি বন্ধ করতে হবে। সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মমিনুল হক চৌধুরী, জাফর সাদেক, আমিরম্নজ্জামান, মোঃ ইসহাক, নজরম্নল ইসলাম, মোঃ নুরম্নলস্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প থেকে সংগঠনের নগর সভাপতি অধ্যাপক আহসান উলস্নাহসহ গ্রেফতারকৃত সকল নেতাকমর্ীর মুক্তি দাবি করা হয়েছে।
No comments