ইউটিউবে ভিডিও পোস্ট করার কারণে মন্ত্রী বরখাস্ত
ইউটিউবে নিজের স্বল্প কাপড়ে একটি ভিডিও পোস্ট করার কারণে কোস্টারিকার এক নারী মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন কারিনা বোলানোস। ছিলেন যুব বিষয়ক উপমন্ত্রী। তিনি ইউটিউবে যে ডিভিও পোস্ট করেছেন তা বেশ আপত্তিকর। এতে দেখা যায় তিনি তার সঙ্গে যোগ দেয়ার জন্য কাউকে আহ্বান করছেন।
তবে সিএনএন টেলিভিশনকে বোলানোস বলেছেন, ওই ভিডিওটি কয়েক বছর আগে ধারণ করা হয়েছিল। তা এক কম্পিউটার ইঞ্জিনিয়ার চুরি করে ইন্টারনেটে পোস্ট করে দিয়েছে। এর মাধ্যমে ওই ব্যক্তি তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল।
ওই ভিডিওটি ইন্টারনেটে পোস্ট করার পরই তা লুফে নেয় ব্যবহারকারীরা।
ফলে মুখে মুখে ছড়িয়ে পড়ে ঘটনা।
মঙ্গলবার কোস্টারিকার সংস্কৃতি ও যুব বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ভিডিওটি তার মন্ত্রিত্বে থাকার পক্ষে অনুকূলে নয়। উদ্ভূত পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন প্রেসিডেন্ট লরা ছিনছিলা।
তিনি দু’বছর আগে ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে তার মন্ত্রিপরিষদ এ পদত্যাগের চেষ্টা করে। তা নিয়ে তিনি যেমন চাপে রয়েছেন তার সঙ্গে নতুন করে যোগ হয়েছেন বোলানোস।
ওই ভিডিওটি ইন্টারনেটে পোস্ট করার পরই তা লুফে নেয় ব্যবহারকারীরা।
ফলে মুখে মুখে ছড়িয়ে পড়ে ঘটনা।
মঙ্গলবার কোস্টারিকার সংস্কৃতি ও যুব বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ভিডিওটি তার মন্ত্রিত্বে থাকার পক্ষে অনুকূলে নয়। উদ্ভূত পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন প্রেসিডেন্ট লরা ছিনছিলা।
তিনি দু’বছর আগে ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে তার মন্ত্রিপরিষদ এ পদত্যাগের চেষ্টা করে। তা নিয়ে তিনি যেমন চাপে রয়েছেন তার সঙ্গে নতুন করে যোগ হয়েছেন বোলানোস।
No comments