ভারতীয় শাড়ি নিয়ে জিআরপি ও থানার পুলিশের ধস্তাধস্তি
নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলস্টেশনে গত বৃহস্পতিবার ভারতীয় শাড়ি নিয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও থানার পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেন বিকেল পাঁচটার দিকে আবদুলপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে থামে।
এ সময় আবদুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের ছয়জন সদস্য দ্রুত ট্রেনে উঠে ভারতীয় শাড়ি বলে কাপড়ের গাঁট নামানোর চেষ্টা করেন। ট্রেনে কর্মরত জিআরপি পুলিশ তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ধস্তাধস্তির ঘটনা অস্বীকার করে জানান, অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে ট্রেনে তল্লাশি চালাতে গেলে জিআরপি পুলিশ বাধা দিলে থানা পুলিশ ফিরে আসে।
জিআরপি রাজশাহী থানার ওসি গোলাম রসুল ট্রেনে ভারতীয় শাড়ি থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, আবদুলপুর পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ সাদা পোশাকে ট্রেনে উঠে যাত্রীদের মালামাল ও ব্যাগ তল্লাশি করতে থাকেন। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়। তখন কর্তব্যরত জিআরপি পুলিশ তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা পরিচয়পত্র বা থানা সিসি দেখাতে পারেননি। তিনি আরও জানান, উল্লাপাড়া স্টেশনে র্যাব সদস্যরা ওই ট্রেনে তল্লাশি চালিয়ে কোনো অবৈধ মালামাল পাননি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী জানান, ভারতীয় শাড়ি ও ফেনসিডিল থাকার গোপন সংবাদের ভিত্তিতে আবদুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের ট্রেনে তল্লাশির নির্দেশ দেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ধস্তাধস্তির ঘটনা অস্বীকার করে জানান, অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে ট্রেনে তল্লাশি চালাতে গেলে জিআরপি পুলিশ বাধা দিলে থানা পুলিশ ফিরে আসে।
জিআরপি রাজশাহী থানার ওসি গোলাম রসুল ট্রেনে ভারতীয় শাড়ি থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, আবদুলপুর পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ সাদা পোশাকে ট্রেনে উঠে যাত্রীদের মালামাল ও ব্যাগ তল্লাশি করতে থাকেন। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়। তখন কর্তব্যরত জিআরপি পুলিশ তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা পরিচয়পত্র বা থানা সিসি দেখাতে পারেননি। তিনি আরও জানান, উল্লাপাড়া স্টেশনে র্যাব সদস্যরা ওই ট্রেনে তল্লাশি চালিয়ে কোনো অবৈধ মালামাল পাননি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী জানান, ভারতীয় শাড়ি ও ফেনসিডিল থাকার গোপন সংবাদের ভিত্তিতে আবদুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের ট্রেনে তল্লাশির নির্দেশ দেওয়া হয়।
No comments