সেন্টারে বুকিং বেড়ে গেছে ছুটির ফাঁদে ঢাকার বাইরে বিয়ের ধুম by সমুদ্র হক

ঢাকার বাইরের জেলা শহরগুলোতে হঠাৎ করেই কমিউনিটি সেন্টারগুলোর বুকিং বেড়ে গেছে। উন্নতমানের কোন সেন্টারে ঈদের পর দিনে দুটি অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। যারা বুকিং দিচ্ছেন তাদের ঘরে এখনই বেজে উঠেছে ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে...’ গানের সুর।


কিসের এই আনন্দ! খোঁজ খবর করে যা মিলল তা হলো- জীবন তরঙ্গের এই সুর শুরু“ হয়েছে রাজধানী ঢাকায়। বর্ষার নদীর ঢেউয়ে তা পদ্মা মেঘনা যমুনা পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছে সারা দেশে। এই সুরে প্রণয়ের মানব মানবীরা তো মধুময় ক্ষণের আশায় মহা খুশি। যাদের পরিণয়ের ক্ষণ গণনা (তারিখ) নিয়ে ব্যাটে বলে মিলছিল না এবারের শাওয়াল মাসের চাঁদ তাও মিলিয়ে দিয়েছে। তার আগে সরকারী ছুটি আরও খানিকটা এগিয়ে দিয়েছে। এই অবস্থায় সফল প্রণয় ও পরিণয়ের প্রার্থীরাও কোরাসে সুর তুলেছে “আজকে মোদের বড়ই সুখের দিন, ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি (হয়ে যাচ্ছি) স্বাধীন....”। এমন এক জুটি ঠোঁটের কোনায় মিষ্টি মধুর জ্যামিতিক রেখা টেনে জানালেন, ভাগ্যিস ঈদের ছুটির ফাঁদ এবার ভালভাবেই বসেছে। ১৪ আগষ্ট মঙ্গলবার অফিসের পর ২১ আগস্ট পর্যন্ত টানা সাত দিন। এভাবে একটানা সপ্তাহের ছুটিতে বিয়ে শাদীর বিষয়টিকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। যাদের আতœীয় স্বজন রাজধানী ঢাকায় থাকেন এই টানা ছুটিতে তাঁদের আনা সহজ হবে। তারাও আসতে চাইবেন মহানগরীর মনোটনাস জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য। আনুষ্ঠানিকতার আর্থিক বিষয়াদিতেও একটু রেহাই মিলবে, ঈদের খরচের সঙ্গে ওই খরচ যোগ হয়ে। সবচেয়ে বড় কথাÑ যে আতœীয়স্বজন নানা অজুহাতে পারিবারিক কোন অনুষ্ঠানে আসতে চান না বা সময়ের কারণে পারেন না তাঁরাও অংশ নিতে পারবেন। এবারের ঈদের ছুটির ফাঁদটি এমনই শক্ত যে সরকারেরও করার কিছু নেই। টানা ছুটি আপন গতিতেই ঢেউয়ে ঢেউয়ে এগিয়েছে। ঈদের এমন ছুটির আনন্দের সঙ্গে অনেকের ব্যক্তি জীবনের এক অধ্যায়ের মধুময়তার এক ছন্দ তৈরি করছে যা রয়ে যাবে অনেকটা সময় ধরে জীবনের বাকি দিনগুলোতে.....।

No comments

Powered by Blogger.