মালদোভার দুই অ্যাথলেট মাদক পরীক্ষায় ব্যর্থ
মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় লন্ডন অলিম্পিকে অংশ নিতে পারছেন না মালদোভার এক মহিলা অ্যাথলেট। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। মালদোভার হয়ে হ্যামার থ্রোতে তার অংশ নেয়ার কথা ছিলো।
মালদোভা অলিম্পিক কমিটির প্রধান নিকোলাই ঝুবারস্কি সাংবাদিকদের বলেন, মারিনা মারগিয়েভা ও চাকতি নিক্ষেপকারী নাটালিয়া আর্টিককে দল থেকে বাদ দেয়া হয়েছে। লন্ডন অলিম্পিকে ২১ সদস্যের মালদোভা দলের অফিসিয়াল তালিকায় অবশ্য আর্টিকের নাম অন্তর্ভুক্ত ছিলো না।
ঝুবারস্কি বলেন, ‘তাদের শরীরে নিষিদ্ধ ঘোষিত মাদকের প্রমাণ পাওয়া গেছে।’ তিনি আরো জানান, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উভয় অ্যাথলেটই চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারে।
ঝুবারস্কি বলেন, ‘তাদের শরীরে নিষিদ্ধ ঘোষিত মাদকের প্রমাণ পাওয়া গেছে।’ তিনি আরো জানান, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উভয় অ্যাথলেটই চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারে।
No comments