ভূমি জালিয়াতি-অশুভ আঁতাত ভাঙতেই হবে

ময়মনসিংহ জেলা সদরে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জালিয়াত চক্রের সহায়তায় ৫০ কোটি টাকার সরকারি জমি দখলের মতো ঘটনা এদেশে নতুন নয়। স্থান-কাল-পাত্র ভেদে কৌশল পরিবর্তিত হয় মাত্র। তবে শুভ সংবাদ হলো ময়মনসিংহের ভূমি জালিয়াতির ঘটনায় জেলা দুর্নীতি দমন কমিশন গত মঙ্গলবার মামলা দায়ের করেছে।


এ সম্পর্কে গত বৃহস্পতিবার সমকালের লোকালয় পৃষ্ঠায় প্রকাশিত রিপোর্টটিতে দেখা যায়, ভূমি অফিসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী অর্থের লোভে আদালতের রায় অমান্য ও গোপন করে সরকারি খাস জমি ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করে দেয়। অথচ এই জমি নিয়ে সরকার উচ্চতর আদালতে আপিল করে এবং আপিলের রায় সরকারের অনুকূলে যায়। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নগদ প্রাপ্তির বিনিময়ে হাইকোর্টের রায়ের বিষয় গোপন করে ব্যক্তির নামে সম্পত্তি হস্তান্তর সম্পন্ন করে। ওই সম্পত্তি অনেকের কাছে নগদ অর্থমূল্যে বিক্রিও করা হয়। এভাবেই সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এখন সরকার কী করে এই সম্পত্তি নগদ মূল্যে যারা কিনে নিয়েছেন তাদের কাছ থেকে ফেরত নেবে? এজন্য সরকারকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আর যারা ওই সম্পত্তি ক্রয় করেছেন তারা সবাই আর্থিক ক্ষতিসহ নানাবিধ সমস্যার মুখোমুখি হবেন। এজন্য ভূমি অফিসের যেসব কর্মকর্তা-কর্মচারী এই অপরাধের সঙ্গে জড়িত তারা সবচেয়ে বেশি দায়ী। তাদের কারণেই একজন ব্যক্তি সরকারি সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো কুকর্ম করে অর্থবৈভবের মালিক বনতে পারে। আমাদের ভূমি অফিসগুলোর স্বচ্ছতা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। ভূমি জরিপ, রেকর্ড, রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আইনকে যুগোপযোগী করার চেষ্টাও চলেছে। তবে স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি। এ কারণে এখানে অধিকাংশ বিরোধের অন্যতম কারণ এখনও ভূমি। পারিবারিক সম্পত্তি বিলিবণ্টনের ক্ষেত্রেও এই অভিশাপ অনেককে সর্বস্বান্ত করেছে। শত্রু সম্পত্তি, পরবর্তীকালে অর্পিত সম্পত্তির নামে সংখ্যালঘুর সম্পত্তি নিয়ে ভূমি অফিসগুলো কত ধরনের অপরাধ এ পর্যন্ত করেছে তার ইয়ত্তা নেই। তাই পারিবারিক ও সামাজিক বিরোধের অন্যতম উৎস ভূমির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। ময়মনসিংহে ৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল প্রক্রিয়ায় সহযোগিতার অভিযোগে জেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুদক মামলা করায় আমরা সংস্থাটিকে সাধুবাদ জানাই। তবে ভূমি অফিস-জালিয়াতচক্র আঁতাত না ভাঙতে পারলে ভূমি নিয়ে জালিয়াতি রোধ করা যাবে না। এজন্য প্রশাসনকেও উদ্যোগী হতে হবে।

No comments

Powered by Blogger.