সংখ্যায় ৭দিন

৭০০ ৭০০ দিন ও ৫৫ ম্যাচ পর পর্তুগিজ লিগে হেরেছে এফসি পোর্তো। আরেকটি ম্যাচ অপরাজিত থাকলেই বেনফিকার ৫৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলত বর্তমান চ্যাম্পিয়নরা। ৪২ গত ২৮ জানুয়ারি অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া, আবুধাবিতে পাকিস্তান-ইংল্যান্ড এবং নেপিয়ারে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড এই তিন টেস্টে মোট উইকেট পড়েছে ৪২টি। যা একই দিনে সবচেয়ে বেশি টেস্ট উইকেট পতনের নতুন রেকর্ড।


৫৫
রেকর্ড ৫ ঘণ্টা ৫৩ মিনিটের অস্ট্রেলিয়ান ওপেনের জোকোভিচ-নাদাল ফাইনালটি ছিল ৫৫ গেমের।
২১
মহিলা টেনিসে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী ২১ তম তারকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।

কোপা ডেল রের সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস, তাঁর ক্যারিয়ারের পেনাল্টি মিসের সপ্তম ঘটনা।

No comments

Powered by Blogger.