সাদিয়া জাহান প্রভার এক্সক্লুসিভ ইন্টারভিউ

লোচিত-সমালোচিত মিডিয়ার একসময়ের উজ্জ্বল মুখ মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ১৯ ডিসেম্বর ২য় বিবাহ করেছেন। প্রভার প্রথম স্বামী অভিনেতা অপূর্ব ১৯ ডিসেম্বর বিয়ে করেছেন শুনে পাল্টা প্রভাও গ্রামীনফোনের উচ্চপদস্থ কর্মরতা মাহমুদ শান্তকে বিয়ে করেছেন। নিজের অতীত ভুলে সুন্দর জীবন-যাপনের প্রত্যয়ে প্রভা আবারও বিয়ের পিড়িতে বসেছেন বলে জানিয়েছেন।

প্রভা তার ব্যক্তিগত জীবন নিয়ে সুখ-দুঃখের নানা গল্প করেছেন সংবাদ২৪.নেট এর বিনোদন বিভাগের প্রধান সম্মর সুমন-এর সাথে। তারই বিস্তারিত......

প্রশ্নঃ কেমন আছেন?
প্রভাঃ জ্বী, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং আমাকে যারা ভালোবাসে তাদের দোয়ায় ভালো আছি।

প্রশ্নঃ নতুন জীবনে প্রবেশ করলেন, কেমন লাগছে?
প্রভাঃ ব্যক্তিগত ভালোলাগার অনুভুতি সবসময় মধুর হয়। আল্লাহর কাছে কৃতজ্ঞ এমন সুন্দর অনুভূতি গ্রহন করা সুযোগ দেয়ার জন্য।

প্রশ্নঃ এ বিয়েতে বাবা-মাকে কতটুকু ভালোলাগা উপহার দিতে পারলেন?
প্রভাঃ এ বিয়েতে আমার বাবা-মা’র মুখের যে হাসি ফুটেছে, তাতে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সেরা সুখী মানুষদের একজন। প্রত্যেক সন্তানের উচিত মা-বাবা কে কষ্ট না দেয়া। কেননা মা-বাবার মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। পৃথিবীর কোন মা-বাবা তার সন্তানের অমঙ্গল চান না, এটা আমাদের বুঝতে হবে।

প্রশ্নঃ আপনি বলতে চাচ্ছেন মা-বাবার মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না?
প্রভাঃ এ বিষয়টা আসলে কাউকে বুঝানো যায় না। আমার মতো যারা ভুক্তভোগী কেবল তারাই অন্তর থেকে অনুভব করতে পারবেন। বুঝতে হবে যারা এত ত্যাগ স্বীকার করে আমাদের এই পৃথিবীতে আলোর মুখ দেখার সুযোগ করে দিয়ে থাকে এবং লালন-পালন করে বড় হবার সুযোগ দেয় তাদের অবাধ্য হলে স্বয়ং আল্লাহ তাদের উপর গজব নাযিল করবেই।

প্রশ্নঃ তার মানে পারিবারিকভাবে না হওয়া বিয়েতে অশান্তি বেশি থাকে?
প্রভাঃ প্রতিটি সম্পর্কের সাঝে পারিবারিক বন্ধন থাকলে সেই সম্পর্ক সব সময়ের জন্য মধুর হয়। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে, তার মানে এই নয় যে পারিবারিক বন্ধন ছেড়ে সম্পর্ক গড়ে তুলতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের তুলনা করলে দেখা যাবে পারিবারিক বন্ধনের জন্য বাঙালী জাতি সামাজিকভাবে সুদৃঢ় অবস্থানে রয়েছে।

প্রশ্নঃ নিজের ব্যক্তিগত জীবনের মূল্যায়ন করবেন কিভাবে?
প্রভাঃ মা-বাবার ভালোবাসা ও আদরে বেড়ে উঠা এই আমি মানুষকে সহজে বিশ্বাস করতাম বলেই জীবনে অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে যেতে হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ মানুষকে বিশ্বাষ করতেই হবে তবে দেখে শুনে তারপর। শত প্রতিকূলতার মধ্যেও মানুষকে বিশ্বাস করতে চাই। কারণ এই মানুষেরাই প্রভাকে আকাশ সমান ভালোবেসেছে।

প্রশ্নঃ কেউ যদি বিশ্বাসের অমর্যাদা করে তাহলে তাকে কি ক্ষমা করা উচিত?
প্রভাঃ মানুষ তো মানুষকে ক্ষমা করতে পারে না। ক্ষমা তো করবে আল্লাহ। পৃথিবীর সব অন্যায়ের বিচার মানুষ কি করতে পারে? পরকালের জন্য কিছু রক্ষিত থাকবে না?

প্রশ্নঃ বর্তমান স্বামী মাহমুদ শান্ত সম্পর্কে বলুন?
প্রভাঃ মানুষ মানুষকে বুঝতে পারবে এটাই বড় কথা। আমার বিশ্বাস শান্ত আমাকে বুঝতে পারবে এবং সুখী করতে পারবে।

প্রশ্নঃ নিজের ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন?
প্রভাঃ শান্ত চায় আমি মিডিয়াতে আবার স্বরুপে ফিরি। দর্শকদের ভালোবাসা অর্জন করি। নিজের জন্য, শান্তর আগ্রহ এবং আমাকে যারা ভালোবাসেন তাদের কথা ভেবে খুব শিগ্রীরই মিডিয়াতে সকলের প্রিয় প্রভা হয়ে ফিরে আসবো।

প্রশ্নঃ লেখাপড়ার খবর কি?
প্রভাঃ বর্তমানে শান্তা মরিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনে পড়ছি।

প্রশ্নঃ তাহলে কি প্রত্যাশা করতে পারি একদিন প্রভা দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার হবে?
প্রভাঃ নিজের জন্য নয়। আপনার মত ভাইদের প্রত্যাশা পূরণে না হয় চেষ্টাটা করবো মন-প্রান দিয়ে।

প্রশ্নঃ অপূর্ব তার কাঙ্খিত মনের মানুষকে বিয়ে করেছে বলে জানিয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি?
প্রভাঃ অপূর্ব নয় মানুষ হিসেবে তার জন্য শুভ কামনা রইল। আমার জীবনের সঙ্গে জড়িত প্রত্যক মানুষের জন্যই শুভ কামনা রইল।

প্রশ্নঃ এখন কোথায় থাকছেন?
প্রভাঃ আদাবরে মা-বাবার সঙ্গেই আছি। আগামী জুন-জুলাইতে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হলে স্বামী শান্তর বাসায় উঠবো।

প্রশ্নঃ ভক্তদের উদ্দেশে কিছু বলুন।
প্রভাঃ আমার ভক্তদের প্রতি আম কৃতজ্ঞ। আমার দুঃখ কষ্টে আমার পাশে দাড়ানোর জন্য। আমাকে ভালোবাসার জন্য।

প্রশ্নঃ প্রশ্ন ছাড়াই প্রভা কি বলবে?
প্রভাঃ সাংবাদিক ভাইয়েরা আমাকে নিজের বোনের মত আগলে রেখেছে এজন্য তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। চাইবো সবসময় তারা প্রভার পাশে এসে দাড়াবে সহানুভূতি নিয়ে।

প্রশ্নঃ প্রভা-শান্ত’র নতুন সংসার জীবনে শুভ কামনা রইল।
প্রভাঃ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

No comments

Powered by Blogger.