দুই বাজার মিলিয়ে লেনদেন ৫৫০ কোটি টাকা ছাড়াল

দেশের দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারের লেনদেন ৫৫০ কোটি টাকা অতিক্রম করেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি হওয়ায় ডিএসইর দিনের লেনদেন দাঁড়ায় প্রায় ৫০২ কোটি টাকায়। এর আগে গত ২৪ নভেম্বর সর্বশেষ ঢাকার বাজারে ৫০০ কোটি টাকার বেশি (৫৩১ কোটি টাকার) লেনদেন হয়েছিল। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে


(সিএসই) ৪৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। এ ছাড়া চট্টগ্রামে সার্বিক মূল্যসূচক প্রায় ২০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৪ পয়েন্ট। এদিন সিএসইতে ১৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩২ পয়েন্টে। ১ ডিসেম্বরের পর এটিই ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ অবস্থান।
ডিএসইতে গতকাল ২৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। যদিও অর্থবছর শেষের হিসাব-নিকাশের কারণে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।
কয়েকটি ব্রোকারেজ হাউস ও সওদাগরি (মার্চেন্ট) ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এত দিন যাঁরা নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের অনেকে সক্রিয় হতে শুরু করেছেন। এ কারণে লেনদেনে কিছুটা গতি আসছে।
এদিকে, গতকালও ঢাকার বাজারে দরবৃদ্ধিতে এগিয়ে ছিল অপেক্ষাকৃত ছোট বা স্বল্প মূলধনের কোম্পানিগুলো। গতকাল দরবৃদ্ধির শীর্ষে থাকা মিথুন নিটিং ও পূরবী জেনারেল ইনস্যুরেন্সের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকার কম। এ ছাড়া রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের খবরে গতকালও দরবৃদ্ধির সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) স্পর্শ করেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার।
যোগাযোগ করা হলে সওদাগরি ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রক সংস্থার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে। ব্যক্তিশ্রেণীর অনেক বিনিয়োগকারী আবারও সক্রিয় হয়েছেন। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বাধ্যবাধকতা আরোপের সিদ্ধান্তটিই আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা রেখেছে।
মাশরিব জাহিদ বলেন, ‘তারল্যসংকট, অর্থবছর সমাপ্তিসহ নানা কারণে বর্তমান বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ এখনো প্রত্যাশামাফিক হচ্ছে না। বাজারে যে গতি তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লে বাজার একটি শক্ত ভিতের ওপর দাঁড়াবে

No comments

Powered by Blogger.