শিশুদের জন্য অভিনব মন্দির
ভারতের
রাজস্থান রাজ্যে শিশুদের জন্য তৈরি হচ্ছে অভিনব মন্দির। ভারতে নানা হিন্দু
দেবদেবীর মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক বহুদিনের। কিন্তু রাজস্থানে এবার
সম্পূর্ণ অন্য ধরনের এক মন্দির তৈরি হতে চলেছে। সেখানে শিশুদের মূর্তি
থাকবে, পুজোতেও অংশ নেবে শিশুরা। খবর বিবিসির আদিবাসী অধ্যুষিত বাঁসওয়ারা
জেলায় এমনই এক অভিনব মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে মূলমন্ত্র হবে শিশু
সুরক্ষা আর শিশু অধিকার। সোমবার রাজস্থানের শিশু অধিকার সুরক্ষা কমিশন
জানিয়েছে, মন্দির তৈরির প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে।
দ্রুতই মন্দির
তৈরির কাজ শুরু হবে। কমিশনের চেয়ারম্যান মানন চতুর্বেদী জানান, শিশু
সুরক্ষার এই মন্দিরে পুজোর জন্য আলাদা মন্ত্র লেখা হচ্ছে। ‘হনুমান চলিশা’র
ধাঁচে ‘বাল-চলিশা’ খোদাই করা থাকবে মন্দিরের দেয়ালে- যেখানে শিশুদের
অধিকারগুলো লেখা হবে। সেই মন্ত্রে লেখা থাকবে কেন বাচ্চাদের পুষ্টিকর খাবার
দেয়া দরকার, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বাবা-মায়েদের ইত্যাদি।
পুজোর প্রসাদ হিসেবে দেয়া হবে একেকটি ছোট পুস্তিকা, যেখানে শিশুদের
স্বাস্থ্য, শিক্ষাসহ সংবিধান স্বীকৃত অধিকারগুলো লেখা থাকবে।
No comments