নেটওয়ার্ক না পেলে হাঁটুন
ফোনে
কথা বলতে বলতে অনেক সময়ই নেটওয়ার্ক চলে যায়। সে সময় নেটওয়ার্ক না পেয়ে
আমরা ফোন আকাশের দিকে তুলে ধরি। এটা কম-বেশি সবাই করে থাকেন। কিন্তু আদৌ এর
কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি! রাইস ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল ও
কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক লিন ঝং জানিয়েছেন, এটা আসলে আমাদের
অভ্যাস ছাড়া আর কিছুই না।
আসলে এতে কোনো কাজ হয় না। হাতের ফোনটি ওপরে তুলে
ধরলে নেটওয়ার্কের সিগনালে কোনো পরিবর্তন আসে না। শহরে যারা অবস্থান করেন
তারা ফোন তুলে ধরলেও ফলাফল একই থাকবে। কারণ বিল্ডিংয়ের কারণে নেটওয়ার্ক
বাধাগ্রস্ত হয়। তবে শহরে অবস্থানকারীরা হাঁটা শুরু করলে নেটওয়ার্কের সিগনাল
বারে পরিবর্তন আসতে পারে। তবে এর জন্য কয়েক ফিট হাঁটতে হবে। সূত্র: দ্য
ভার্জ
No comments