সৌদি দুর্নীতিবিরোধী অভিযানে আটক ২৩ জনকে মুক্তি
দুর্নীতির
অভিযোগে আটক দুই শতাধিক ধনী ও প্রভাবশালীর মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে
সৌদি আরব। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে বার্তা সংস্থা
রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত নভেম্বরে রাজপরিবারের সদস্যসহ সরকারের
প্রভাবশালী দুই শতাধিক ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।
তাদের বিরুদ্ধে
দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। এসব ব্যক্তিকে রিয়াদের বিলাসবহুল
রিৎজ কার্লটন হোটেলে আটক রাখা হয়। চলতি মাসের প্রথম দিকে খবর বের হয় অর্থের
বিনিময়ে এদের মুক্তি দেয়ার বিষয়টি ভাবছে সৌদি প্রশাসন। তবে সৌদি কর্তৃপক্ষ
এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার ওকাজ ২৩ জনের মুক্তির কথা জানিয়েছে।
তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেককে
মুক্তি দেয়া হবে। যারা অভিযোগ অস্বীকার করে অর্থ প্রদান না করার সিদ্ধান্ত
নিয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলেও জানিয়েছে ওকাজ। সদ্য মুক্তি
পাওয়াদের একজন হচ্ছেন সৌদি টেলিকমের সাবেক প্রধান নির্বাহী সৌদ আল দাউইশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাস্যোজ্জ্বল ভিডিও পোস্ট করা হয়েছে।
No comments