অর্থনীতিতে ২০১৮ সালে ব্রিটেন-ফ্রান্সকে টপকাবে ভারত
২০১৮
সালের মধ্যে অর্থনীতিতে ব্রিটেন ও ফ্রান্সকে পেছনে ফেলবে ভারত। মার্কিন
ডলারের ভিত্তিতে ইউরোপের এই দুটি দেশকে পেছনে ফেলে অর্থনীতির
শক্তি-সামর্থ্যরে দিক থেকে বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ হয়ে উঠবে ভারত।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে।
পরামর্শক
প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর)
ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল-২০১৮ বিশ্ব অর্থনীতির ওপর নতুন এই প্রতিবেদনটি
প্রকাশ করেছে। লন্ডনের এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির
হালহকিকতের ওপর নজর রাখে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ বছরে
বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির শীর্ষে থাকবে এশিয়ার দেশগুলো। ভারতের এই
উত্থান সেই প্রবণতারই অংশ। সিইবিআরের ডেপুটি চেয়ারম্যান ডগলাস
ম্যাকউইলিয়ামস বলেন, ভারতের অর্থনীতি ফ্রান্স ও ব্রিটেনের সমপর্যায়ে চলে
গেছে এবং ২০১৮ সালে দেশ দুটিকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম
অর্থনীতিতে পরিণত হবে। প্রতিবেদনে আরও বলা হয়, চীনও পিছিয়ে থাকবে না।
আমেরিকাকে টপকে বিশ্বে সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে। তবে আরও
১৪ বছর পর ২০৩২ সালে। প্রতিবেদন মতে, সামনের দিনগুলো খুব একটা ভালো নয়
রাশিয়ার অর্থনীতির পক্ষে।
No comments