এসএসসির দুই পরীক্ষা পেছাচ্ছে
ঢাকা
উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই
সিটির ৩৬ ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি
পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে। মঙ্গলবার ঢাকার নির্বাচন ভবনে শিক্ষা
মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে
জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এদিকে ইসির একাধিক
কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, ভোট গ্রহণের জন্য আগামী ২৪ থেকে ২৬
ফেব্রুয়ারির মধ্যে যে কোনোদিন ইসির বিবেচনায় রয়েছে। ২৫ ফেব্রুয়ারিকে বেশি
গুরুত্ব দেয়া হচ্ছে। ঢাকার দুই সিটির (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ) ভোট
গ্রহণের তারিখ নির্ধারণে মঙ্গলবার তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা
নিয়ন্ত্রকের সঙ্গে বৈঠক করেন ইসির ভারপ্রাপ্ত সচিব। বৈঠক শেষে তিনি বলেন,
ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত
পরীক্ষা পেছাতে অনুরোধ করা হয়েছিল। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতে
সম্মতি দিয়েছেন। বোর্ডের চেয়ারমানরা বলেছেন, পরীক্ষা পেছাতে কোনো সমস্যা
নেই। তফসিল ঘোষণার পর মার্চে পরীক্ষার নতুন তারিখ দেয়া হবে।
এ বিষয়ে ঢাকা
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, ঢাকার
দুই সিটির নির্বাচন ফেব্রুয়ারির শেষদিকে করতে চায় ইসি। ওই সময়ে নির্ধারিত
এসএসসি পরীক্ষা রাষ্ট্রীয় প্রয়োজনে পেছানো যায় কিনা- এমন মতামত আমাদের কাছে
জানতে চেয়েছেন। আমরা বলেছি, রাষ্ট্রীয় প্রয়োজনে পরীক্ষা পেছানোর নজির আছে।
এক্ষেত্রেও পরীক্ষা পেছানো যাবে। তবে নির্বাচনটি কোন তারিখে হবে তা আমাদের
পরে জানানো হবে। এদিকে নির্বাচন নিয়ে জটিলতার কোনো সম্ভাবনা ইসি দেখছে
কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, নির্বাচন
অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই। জটিলতা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয়
থেকে এ নির্বাচন করার জন্য অনুরোধ করা হতো না। তফসিল ঘোষণার আগেই নির্বাচনী
প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তফসিল ঘোষণা করার এক সপ্তাহ আগে
স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সব ধরনের প্রচার-প্রচারণার ব্যানার, ফেস্টুন
সরিয়ে ফেলার জন্য চিঠি দেব। ইসির কর্মকর্তারা জানান, আনিসুল হকের মৃত্যুতে
শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে
তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সম্প্রসারিত সীমানায় ঢাকা
উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত
ওয়ার্ডে কাউন্সিলর পদেও একইদিনে ভোট করতে চায় ইসি। কিন্তু ফেব্রুয়ারিতে
এসএসসি পরীক্ষা থাকায় তা বিবেচনায় রেখে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করছে
ইসি। এ কারণে ২৪ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ এবং ২৫ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের
ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল, যা এখন পিছিয়ে যাবে। এছাড়া নির্বাচনে
ভোট কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করতে হয়, শিক্ষকরা থাকেন ভোট
গ্রহণ কর্মকর্তার দায়িত্বে। বিষয়টি বিবেচনায় নিয়েই তফসিল ঘোষণা করবে ইসি।
No comments