বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখতে কাজ করবেন গ্রেস মেং
সহকর্মীদের সঙ্গে আলোচনা করে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারসহ জিএসপি সুবিধা
অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করবেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক
কমিটির সদস্যা কংগ্রেসওম্যান গ্রেস মেং।
বৃহস্পতিবার
বিকেলে নিউইয়র্কে তাঁর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসে আওয়ামী লীগ নেতা এবং
ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসনাল ক্যাম্পেন কমিটির মেম্বার খোরশেদ খন্দকার,
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের
আহবায়ক নূরনবী কমান্ডার এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও
মহানগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরীর সমন্বয়ে প্রবাসীদের
একটি টিম গ্রেস মেং-এর সঙ্গে সাক্ষাত করেন।
দীর্ঘ ৩০ মিনিট স্থায়ী এ বৈঠকে ডেমক্র্যাটিক পার্টির এ কংগ্রেসওম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগদানের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুতে একটি বৈঠকের কথাও জানান নেতৃবৃন্দ। এপ্রিল মাসে শেখ হাসিনার ওয়াশিংটন ডিসিতে আসার কথা। গ্রেস মেং এ অনুরোধ সাদরে গ্রহণ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হতে পারলে সেটি হবে আমার জন্যও সৌভাগ্যের ব্যাপার।’
প্রতিনিধি দল কংগ্রেসওম্যানকে আরও অবহিত করে যে, ‘৬ বছর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত করা হয়। ৪ বছর আগের নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে এবং সন্ত্রাসের মদদদাতা একাত্তরের ঘাতকদের বিচার শুরু করেছে। বিচারের রায় দেয়াও শুরু হয়েছে। কিন্তু এই বিচার বন্ধের জন্য বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির মতলবে নানা তৎপরতা শুরু করেছে।’
দীর্ঘ ৩০ মিনিট স্থায়ী এ বৈঠকে ডেমক্র্যাটিক পার্টির এ কংগ্রেসওম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগদানের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুতে একটি বৈঠকের কথাও জানান নেতৃবৃন্দ। এপ্রিল মাসে শেখ হাসিনার ওয়াশিংটন ডিসিতে আসার কথা। গ্রেস মেং এ অনুরোধ সাদরে গ্রহণ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হতে পারলে সেটি হবে আমার জন্যও সৌভাগ্যের ব্যাপার।’
প্রতিনিধি দল কংগ্রেসওম্যানকে আরও অবহিত করে যে, ‘৬ বছর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত করা হয়। ৪ বছর আগের নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে এবং সন্ত্রাসের মদদদাতা একাত্তরের ঘাতকদের বিচার শুরু করেছে। বিচারের রায় দেয়াও শুরু হয়েছে। কিন্তু এই বিচার বন্ধের জন্য বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির মতলবে নানা তৎপরতা শুরু করেছে।’
No comments