জগন্নাথ বিশ্ববিদ্যালয়- উন্নয়ন ফি আরও দুই হাজার টাকা কমল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের
ভর্তিতে নেওয়া উন্নয়ন ফি আরও দুই হাজার টাকা কমাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত বছরের জানুয়ারিতে দুই হাজার টাকা কমানো হয়েছিল। গতকাল রোববার
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নয়ন ফি তিন হাজার থেকে
দুই হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যে যাঁরা বিভিন্ন
বিভাগে ভর্তি হয়ে গেছেন, তাঁদের পরবর্তী সেমিস্টারে বিভিন্ন ফি-তে ওই টাকা
যোগ করা হবে। আর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তিতে এক হাজার টাকা করে নেওয়া
হবে।
No comments