৫০-৬৯ বছর বয়সে সহানুভূতি বাড়ে
নারীরা ৫০ ও ৬০-এর কোঠায় অন্যের আবেগ ও
অভিজ্ঞতার প্রতি সম্ভবত সবচেয়ে বেশি সাড়া দেন। এ সময় তাঁরা অন্যের
দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু বিচার-বিবেচনায় নিতে পারেন।
জার্নালস অব জেরোনটোলজি: সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিতব্য গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ৭৫ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত ওই গবেষণায় বলা হয়, নিজের মানসিক যন্ত্রণা অন্য কারও সঙ্গে বিনিময় করতে চাইলে ৫০ থেকে ৬৯ বছর বয়সী কোনো নারীর সঙ্গে যোগাযোগ করা উচিত।
গবেষক সারা কোনার্থ বলেন, নারীদের মধ্য বয়সের শেষ ভাগে অন্যের প্রতি সহানুভূতি বাড়ে। যুক্তরাষ্ট্রে মধ্য বয়সী নাগরিকেরা ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বিভিন্ন ঐতিহাসিক, সামাজিক ও নাগরিক অধিকারের দাবি আদায়ের আন্দোলনে অংশ নেন। তবে বর্তমানে সামাজিক বিভিন্ন পরিপ্রেক্ষিতে সহানুভূতির ধরন পাল্টে গেছে। টেলিগ্রাফ।
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ৭৫ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত ওই গবেষণায় বলা হয়, নিজের মানসিক যন্ত্রণা অন্য কারও সঙ্গে বিনিময় করতে চাইলে ৫০ থেকে ৬৯ বছর বয়সী কোনো নারীর সঙ্গে যোগাযোগ করা উচিত।
গবেষক সারা কোনার্থ বলেন, নারীদের মধ্য বয়সের শেষ ভাগে অন্যের প্রতি সহানুভূতি বাড়ে। যুক্তরাষ্ট্রে মধ্য বয়সী নাগরিকেরা ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বিভিন্ন ঐতিহাসিক, সামাজিক ও নাগরিক অধিকারের দাবি আদায়ের আন্দোলনে অংশ নেন। তবে বর্তমানে সামাজিক বিভিন্ন পরিপ্রেক্ষিতে সহানুভূতির ধরন পাল্টে গেছে। টেলিগ্রাফ।
No comments