বাংলাদেশ উত্সবে সাতটি চলচ্চিত্র
ভারতের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবে অংশ নিচ্ছে বাংলাদেশের সাতটি চলচ্চিত্র। ছবিগুলো হলো: স্বপন আহমেদের লালটিপ, নূরুল আলম আতিকের ডুবসাঁতার,
মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা ও মোরশেদুল ইসলামের দূরত্ব। কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন-১ প্রেক্ষাগৃহে তিন দিনের এ উত্সব শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় যৌথভাবে এ উত্সবের আয়োজন করেছে ভারতের বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
No comments