অননুমোদিত অংশ ভাঙ্গা যাবে আপীল খারিজ- যমুনা ফিউচার পার্ক
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙ্গা বন্ধে লিভ-টুআপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকল। আপীল বিভাগ যমুনা কর্তৃপৰের আবেদন খারিজ করায় এখন ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে আর কোন বাধা থাকল না।
রিট আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায়ের বিরম্নদ্ধে আপীল করে যমুনা কর্তৃপৰ। বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের আপীল খারিজ করে দিয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপৰের (রাজউক) আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন রায়ের পর সাংবাদিকদের বলেন, এখন যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে আর কোন বাধা নেই। রাজধানীর অননুমোদিত যে সব স্থাপনা আছে, তাও ভাঙতে আর বাধা থাকবে না। আইন সবার জন্য সমান। ৰমতাসীনরা আর কোনভাবেই আইনকে এভাবে অপ্রয়োগ করতে পারবে না।
No comments