শিকড়ের টানে এস আই টুটুল
‘আমি শিল্পী এস আই টুটুল হওয়ার পর এবার প্রথম দাদাবাড়ি যাচ্ছি, কুষ্টিয়ার পান্টিতে। শিকড়ের টান যে কী জিনিস, তা আমি বেশ অনুভব করছি। শুধু তা-ই নয়, আজ (সোমবার) সন্ধ্যায় পান্টি কলেজমাঠে একটি কনসার্টে গান করব।
সঙ্গে আছে আমার ব্যান্ড ধ্রুবতারা।’ বললেন এস আই টুটুল। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ায় যাওয়ার পথে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘একটি ছেলের কিডনির গুরুতর সমস্যা। তার চিকিত্সায় সহযোগিতার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া শহরে আমার বাবার বাসা। সেখানে যাওয়া হয়। কিন্তু নানা ব্যস্ততার কারণে অনেক বছর পান্টিতে যাওয়া হয়নি। এবার কনসার্টের জন্য সেখানে যাওয়া হচ্ছে।’
No comments