গুণীজন কহেন

তোয়ালেগুলো এত মোটা ছিল যে আমি বহু কষ্টে আমার স্যুটকেস আটকেছিলাম। ইয়োগি বেরা, মার্কিন বেসবল খেলোয়াড় যখন শিশু ছিলাম, তখন আমি জানতাম না—একজন প্রকৌশলী জীবনধারণের জন্য কী করেন। আমি এখনো জানি না।


স্কট অ্যাডামস, মার্কিন লেখক

দেশপ্রেমিকের কর্তব্য হলো তার দেশকে রক্ষা করা, সরকারের হাত থেকে।
থমাস পেইন, মার্কিন রাজনীতিবিদ

বিদ্যুৎ না থাকলে আমাদের মোমবাতি জ্বালিয়ে টেলিভিশন দেখতে হতো।
জর্জ গ্লোবেল, মার্কিন কমেডিয়ান

টেলিভিশন প্রমাণ করেছে যে মানুষ যেকোনো কিছুর দিকে তাকাবে, তবু একে অন্যের দিকে তাকাবে না।
অ্যান ল্যান্ডার্স, মার্কিন কলামিস্ট

এগুলো আমার জীবনাদর্শ। আপনার যদি সেগুলো পছন্দ না হয়, তাহলে ঠিক আছে। আমার অন্য আদর্শও আছে।
গ্রুশো ম্যার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা

No comments

Powered by Blogger.