কথোপকথন

প্রশ্নকর্তা: নিল আর্মস্ট্রং ও মাইকেল জ্যাকসনের মধ্যে মিল কোথায়? উত্তরদাতা: দুজনই ‘মুন ওয়াক’ করেছিলেন।
বল্টু: চাঁদে যদি মানুষ থাকত, তাহলে বিয়ের পর তারা কী করত?পল্টু: সম্ভবত হানি-আর্থে যেত।যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠিয়েছে। রাশিয়া চাইল, তারা সূর্যে মানুষ পাঠাবে।


এক বিজ্ঞানী এসে বলল, ‘কিন্তু সূর্যে মানুষ পাঠালে তো পুড়ে ছারখার হয়ে যাবে!’
সূর্যে মানুষ পাঠানো কমিটির প্রধান রেগেমেগে বললেন, ‘আরে গাধা, আমরা কী অত বেকুব নাকি! মানুষটাকে সূর্যে পাঠাব রাতে।’

দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছে। প্রথম মাতাল বলল, ‘দেখ, আকাশে কী সুন্দর চাঁদ!’ দ্বিতীয় মাতাল আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, ‘আরে দূর! ওইটা চাঁদ না, সূর্য!’ প্রথম মাতাল মাথা নেড়ে বলল, ‘মোটেও না, ওটা চাঁদ!’ পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। দ্বিতীয় মাতাল তাকে ডেকে জিজ্ঞেস করল, ‘ভাই, বলেন তো আকাশে যে জিনিসটা জ্বলছে, সেটা চাঁদ না সূর্য?’ লোকটা মাথা চুলকে বলল, ‘আসলে ভাই, আমি এই এলাকায় নতুন, বলতে পারব না!’

চিকিৎসক: আপনার চোখের অবস্থা তো খুব খারাপ! রাতে দেখতে পান কিছু?
রোগী: দেখি তো বাবা!
চিকিৎসক: কত দূর পর্যন্ত দেখেন?
রোগী: গতকাল রাতে তো চাঁদ পর্যন্ত দেখলাম।

চাঁদে থাকলে একটা জিনিসের কোনো খরচ নেই! দুনিয়াটা আপনি ঘুরে আসতে পারবেন বিনা খরচে।

No comments

Powered by Blogger.