কলেজছাত্রী নির্যাতন-পুরুষতন্ত্র নয়, দুর্বৃত্তপনা

এটা ঠিক যে, নারীর স্বাধীনতা ও ক্ষমতায়ন নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ সত্ত্বেও সমাজ থেকে পুরুষতান্ত্রিক প্রবণতা সম্পূর্ণ বিদায় করা যায়নি। কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলায় কলেজছাত্রী লাবণী আক্তার যেভাবে স্বামীর নির্যাতনের শিকার হয়েছে, সেটাকে নিছক তাত্তি্বক কাঠামো দিয়ে দেখার অবকাশ নেই।


রোববার সমকালের লোকালয় পাতায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, স্বামীর নিষেধ না মেনে লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করায় তাকে হাত-পা বেঁধে পা ও কোমর ভেঙে দেওয়া হয়েছে। এই আক্রমণ দুর্বৃত্তপনা ছাড়া আর কী? আমরা দেখি, পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে শিক্ষিত ও খ্যাতিমান অনেকও বিয়ের পর স্ত্রীর শিক্ষা, পেশা ও সামাজিকতার স্বাধীনতা কার্যত স্বীকার করতে চান না। গ্রামীণ জনপদে তো এমন ঘটনা অহরহ। কিন্তু লাবণীর স্বামী মিলন ও তার বন্ধু ফৌজদারি অপরাধই করেছে। সমাজের এ ধরনের ঘটনার বিস্তার রোধে মিলনের অপরাধে শূন্য সহিষ্ণুতা দেখাতে বলব আমরা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেভাবে 'অভিযোগ' আসার অপেক্ষায় বসে আছেন, তা দায়িত্ব এড়ানোর কৌশল বলেই আমাদের কাছে বিবেচিত হয়েছে। কারও পা ও কোমর হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পরও পুলিশ যদি হাত-পা গুটিয়ে থানায় বসে থাকে, তাহলে তো অপরাধীরই পোয়াবারো। স্বামীপ্রবরের খুঁটি কিংবা অর্থের জোর এ ক্ষেত্রে কাজ করছে কি-না দেখার বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবিলম্বে খতিয়ে দেখুক। লাবণী আক্তার যাতে ন্যায়বিচার পায় এ জন্য স্থানীয় নাগরিক সমাজকেও এগিয়ে আসতে বলব আমরা। এগিয়ে আসুক স্থানীয় জনপ্রতিনিধি এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে কর্মরত উন্নয়ন সংস্থাগুলোও। মনে রাখা জরুরি, শিক্ষানুরাগী এক তরুণীর প্রত্যয় হাতুড়ির আঘাতে ভেঙে গেলে সমাজের নারী শিক্ষা ভিত্তিও দুর্বল হতে বাধ্য। লাবণী যাতে মানসিক ও শারীরিক আঘাত জয় করে পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন, সে ব্যাপারেও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। বস্তুত সমাজের দুষ্ট ক্ষতগুলো সারিয়ে তুলতে হলে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। গত বছর ডিসেম্বরে নরসিংদীর হাওয়া বেগমও পড়াশোনার জন্য স্বামীর নির্মমতার শিকার হয়েছিলেন। সম্মিলিত প্রচেষ্টাতেই স্বামী নামের সেই দানবকে অন্তরীণ করে হাওয়ার সামনের সব প্রতিবন্ধক সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। লাবণী আক্তারের ক্ষেত্রে সমাজের সব শুভশক্তি এগিয়ে আসবে। অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় অনিবার্য।
 

No comments

Powered by Blogger.