সুজানার ‘ক্যাপসুল ৫০০ এম.জি’
ছোট পর্দায় মিষ্টি মুখ সুজানা। মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও পথ চলছেন তিনি। তবে বেশ বেছে বেছে কাজ করেন এ শিল্পী। সুজানা এরই মধ্যে অভিনয় করেছেন ‘ক্যাপসুল ৫০০ এম.জি’ একটি ভিন্নধর্মী ধারাবাহিক নাটকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ নোমান।
এতে সুজানার সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মীর সাব্বির, নাদিয়া, স্বপন, তোফা হাসান, ফেরদৌসী লীনা, লীনা আহমেদসহ আরও অনেকে। ‘ক্যাপসুল ৫০০ এম.জি’ নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। গ্রামীণ প্রেক্ষাপটে হাস্যরসাত্মক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের ব্যানারে এ নাটকটির চিত্রগ্রহণ আনোয়ার হোসেন বুলু, আবহ সংগীত করেছেন ফরিদ আহমেদ।
চলতি মাসে আরটিভিতে নাটকটির প্রচার শুরু হবে বলে নাটকের পরিচালক জানিয়েছেন। তিনি আরও বলেন, পূবাইলে হাসনাহেনা শুটিং স্পটে একটানা এর কাজ হয়েছে। শুটিং চলাকালীন শিল্পী-কলাকুশলী সবাই দীর্ঘ সময় ধরে এ কাজ উপভোগ করেছেন। আশা করা যায় দর্শক ‘ক্যাপসুল ৫০০ এম.জি’ ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।
No comments