হাশেমিকে হস্তান্তর করবে না তুরস্ক

ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমিকে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ রাইয়িপ এরদোগান গতকাল মঙ্গলবার এ কথা জানান। 'ডেথ স্কোয়াড' পরিচালনার দায়ে গত রবিবার ইরাকের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতেই আদালত রায় দেন।


হাসেমি বর্তমানে তুরস্কে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। এরদোগান আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, তিনি (হাশেমি) যত দিন চাইবেন তত দিনই তুরস্কে থাকতে পারবেন। আমরা তাঁকে ইরাকের কাছে হস্তান্তর করব না।'
ইরাকের কৌঁসুলিরা জানিয়েছেন, হাশেমি ১৫০টি হত্যার ঘটনায় জড়িত। তবে আদালত জানিয়েছেন, হাশেমির বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে তাঁর জামাতাকেও দোষী সাব্যস্ত করেন আদালত। রায়ের পরদিন গত সোমবার হাশেমি এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। হাশেমির বিরুদ্ধে আদালতের এ রায়ের ফলে ইরাকে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র : বিবিসি, এএফপি, রয়টার্স।

No comments

Powered by Blogger.