ফ্লোরেন্স ডেটলর- ১০১ বছরেও ফেসবুকে

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের ব্যবহারকারী এখন ৯০ কোটি পাঁচ লাখেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক মানুষটি কে? মজার ব্যাপার হলো, তিনি একজন নারী। নাম ফ্লোরেন্স ডেটলর, বয়স ১০১ বছর!
সম্প্রতি বেশি বয়সী ফেসবুক ব্যবহারকারী হিসেবে ফেসবুকের সদর দপ্তর ঘুরে এসেছেন ফ্লোরেন্স।


তিনি ফেসবুকে যুক্ত হন ২০০৯ সালের আগস্ট মাসে। ফেসবুকে নিজের প্রিয় উক্তিতে লিখে রেখেছেন, ‘একটি ভালো বই খুঁজছি পড়ার জন্য’।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে বাস করেন ফ্লোরেন্স। তাঁর বাসা ফেসবুকের বর্তমান সদর দপ্তরের কাছাকাছি। ফ্লোরেন্সের ফেসবুকে (www.facebook.com/florence.detlor) দেওয়া তথ্য অনুযায়ী ১৯৩২ সালে তিনি লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
সবচেয়ে বেশি বয়সী ব্যবহারকারী হিসেবে ফেসবুকের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ফ্লোরেন্স।ফেসবুক সদর দপ্তরে গিয়ে তিনি দেখা করেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন (সিওও) কর্মকর্তা শেরিলস্যান্ডবার্গের সঙ্গে। ফ্লোরেন্সের সঙ্গে ছবি তুলে সেই ছবি ফেসবুকেও দিয়েছেন শেরিল। খুব শিগগির ফেসবুকের পাশাপাশি খুদে ব্লগ লেখার সাইট টুইটারেও নিজের অ্যাকাউন্ট খোলার কথা জানিয়েছেন ফ্লোরেন্স।
নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

No comments

Powered by Blogger.