স্কর্পিয়নসের শেষ প্রস্তুতি
গেল শতাব্দীর আশি দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড স্কর্পিয়নস্। ব্যান্ডেটির সে সময়ে রিলিজ হওয়া ‘হলিডে’ বা ‘স্টিল লাভিং ইউ’ গানগুলো এ প্রজন্মের বন্ধুদেরও প্রিয়। কালজয়ী স্কর্পিয়নসের গানগুলোকে পছন্দ না করে উপায়ও নেই। কারণ কথা ও সুরে সত্যিই অনবদ্য এই ব্যান্ডের গান। ২০১২ সালে এসে আজও অক্ষত স্কর্পিয়নস ব্যান্ডটি।
সম্প্রতি ‘বিলবোর্ড’ ম্যাগাজিনকে ব্যান্ডটি জানিয়েছে তাদের বর্তমান ব্যস্ততার কথা। বিলবোর্ড সূত্রে জানা যায়, স্কর্পিয়নস ভাঙছে না, বরং ব্যান্ডটি তাদের পুরনো অসমাপ্ত গানগুলোকে নতুন করে শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছে। স্কর্পিয়নসের গিটারিস্ট ম্যাথিয়াস্ জাবস জানায়, আমরা আশির দশকের অসমাপ্ত গানগুলো দর্শকদের উপহার দিতে চাই। ব্ল্যাক আউট, লাভ এট দ্য ফাস্ট স্টিং এ্যালবামের অন্তর্ভুক্ত না হওয়া বেশকিছু গান আমরা বেছে নিয়েছি নতুন করে রেকর্ড করার জন্য। জ্যাবস আরও জানান, এই নতুন এ্যালবামের পরিকল্পনা আমাদের ভক্তদের অনুরোধেই হাতে নিয়েছি। আগামী বছর নাগাদ এ্যালবামটি প্রকাশ করা হবে। এদিকে বিলবোর্ডকে জ্যাবস্ আরো জানিয়েছেন, বর্তমানে চলতে থাকা পুরটিই হবে ব্যান্ডটির সর্বশেষ ট্যুর। এ বিষয়ে বান্ডটির বক্তব্য, আমরা ঠিক করেছি এটাই উপযুক্ত সময়। কারণ এখনও আমরা রয়েছি চমৎকার ফর্মে এবং চিরদিন ভক্তদের কাছে একটি গ্রেট লাইভ ব্যান্ড হিসেবেই বেঁচে থাকতে চাই, আমরা চাই না স্পট লাইটের নিচে আমাদের মৃত্যু হোক। সূত্র : রোলিং স্টোন
No comments