ব্লগ থেকে...
নির্বাচিত মন্তব্য যারা ধর্ষণ করে, তাদের কী বলবেন? আমরা তাকে বলছি পশু। এ কথা বলে পশুকে কেন অপমান করছি? আমরা কি কোনো পশুকে ধর্ষণ করতে দেখেছি? কিংবা বয়স্ক কোনো পশু তাদের ছোট পশুবাচ্চাকে ধর্ষণ করতে? দেখিনি, এটা আমাদের জন্য এবং পশুদের জন্যও অকল্পনীয় ভাবনা।
কিন্তু আমরা মানুষ হয়েও ছোট্ট শিশুদের সঙ্গে এ জঘন্য কাজটি করে থাকি। সৃষ্টিকর্তা বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব, এটা কীভাবে দাবি করব আমরা? দাবি করার মতো মুখ কি আমাদের আছে?
সনৎ ঘোষ
sanat_ghose@yahoo.com
নির্বাচিত মন্তব্য
আমরা কি কখনো খোঁজ নিই, যারা বাইরে মিছিল-মিটিং করছে, তারাও কোনো না কোনোভাবে ঘরের মানুষকে নির্যাতন করে যাচ্ছে। কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ অর্থনৈতিকভাবে, কেউ বা আবার সামাজিকভাবে। চোখের আড়ালে প্রতিনিয়ত যারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তারা কেউই তা প্রকাশ করতে পারছে না। কেউ সম্মানের ভয়ে, কেউ সামাজিকতার ভয়ে, কেউ বা আবার প্রাণের ভয়ে। নির্যাতনের এই যে এত রূপ আজ জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে, যা থেকে সবাই মুক্তি চায়, কিন্তু এই গণ্ডি থেকে কেউ বেরোতে পারে না। আমাদের মেরুদণ্ড কি তাহলে নরম হয়ে গেছে? নাকি আমাদের পায়ের নিচে শক্ত কোনো ভিত নেই রুখে দাঁড়ানোর মতো?
ফাহমিদা আলী
নিজের মত দিন... ব্লগে
www.bodlejaobodledao.com
চলতি বিষয়—
নৌ-দুর্ঘটনা বন্ধ করতেই হবে
গণমাধ্যমে শিশুদের জন্য বাংলায়বিনোদন চাই
ইভ টিজিংমুক্ত বাংলাদেশ চাই
সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে?
সনৎ ঘোষ
sanat_ghose@yahoo.com
নির্বাচিত মন্তব্য
আমরা কি কখনো খোঁজ নিই, যারা বাইরে মিছিল-মিটিং করছে, তারাও কোনো না কোনোভাবে ঘরের মানুষকে নির্যাতন করে যাচ্ছে। কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ অর্থনৈতিকভাবে, কেউ বা আবার সামাজিকভাবে। চোখের আড়ালে প্রতিনিয়ত যারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তারা কেউই তা প্রকাশ করতে পারছে না। কেউ সম্মানের ভয়ে, কেউ সামাজিকতার ভয়ে, কেউ বা আবার প্রাণের ভয়ে। নির্যাতনের এই যে এত রূপ আজ জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে, যা থেকে সবাই মুক্তি চায়, কিন্তু এই গণ্ডি থেকে কেউ বেরোতে পারে না। আমাদের মেরুদণ্ড কি তাহলে নরম হয়ে গেছে? নাকি আমাদের পায়ের নিচে শক্ত কোনো ভিত নেই রুখে দাঁড়ানোর মতো?
ফাহমিদা আলী
নিজের মত দিন... ব্লগে
www.bodlejaobodledao.com
চলতি বিষয়—
নৌ-দুর্ঘটনা বন্ধ করতেই হবে
গণমাধ্যমে শিশুদের জন্য বাংলায়বিনোদন চাই
ইভ টিজিংমুক্ত বাংলাদেশ চাই
সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে?
No comments