সংবর্ধনা-না বুঝে মুখস্থ নয়
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা বলেছেন, না বুঝে শুধু মুখস্থবিদ্যার ওপর নির্ভর করা ঠিক হবে না। এতে সাময়িকভাবে পরীক্ষায় ভালো ফল অর্জন করা গেলেও জীবনে বেশি দূর যাওয়া যায় না।
এ জন্য বুঝে পড়তে হবে। শুধু পাঠ্যসূচির (সিলেবাস) মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে শিল্প, সাহিত্য, ইতিহাসসহ জ্ঞান-বিজ্ঞানের সব শাখার বই পড়া উচিত।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে গুণীজনেরা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। নৈতিকভাবে সৎ না হলে কোনো অর্জনই কাজে আসবে না। ভালো ছাত্রের সঙ্গে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা থাকতে হবে।
প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগিতায় গতকাল বুধবার নেত্রকোনা, মুন্সিগঞ্জ, বাঘা (রাজশাহী) ও পীরগঞ্জের (ঠাকুরগাঁও) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা দেন।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও এবং প্রথম আলো অনলাইন ডটকম।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: শহরের মহুয়া মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলার ১০টি উপজেলার আড়াই শতাধিক কৃতী শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি খায়রুল হক।
আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বলেন, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সারা জীবন সাধনা করতে হবে।
এসএসসির এই সাফল্য জীবনের সব পরীক্ষায় ধরে রাখার আহ্বান জানান নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া।
নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন দেশের কল্যাণে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার কথা বলেন।
নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিয়াউল হাসান বলেন, মাতৃভাষা ও মাতৃভূমিকে বেশি করে ভালোবাসতে হবে।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ বলেন, এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে একদিন সারা জাতি গৌরববোধ করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র সাহা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে অভিনন্দনপত্র, স্মারক ও রজনীগন্ধা ফুল তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র সাহাকে জেলার সেরা স্কুলের সম্মাননা দেওয়া হয়।
মুন্সিগঞ্জ: মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলার অঙ্গীকার করল মুন্সিগঞ্জের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি তানভীর হাসান। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক আয়োজন। জেলার আড়াই শতাধিক শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি বলেন, ভালো ফলের পেছনে অভিভাবক, শিক্ষক সবার সমন্বিত প্রচেষ্টা রয়েছে।
প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মুহামঞ্চদ আলী বলেন, ‘আমরা যদি সততা ও নৈতিকতার চর্চা না করি তাহলে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারব না।’
শিক্ষার্থীদের মাদক ও ইভি টিজিং থেকে দূরে থাকার শপথ করান প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ডা. আহমেদ হেলাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল ইসলাম খান, অধ্যক্ষ মো. নুরুল আমিন, ইউসিবি ব্যাংকের মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক (অপারেশন) আবদুর রহিম। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে।
সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। নৃত্য পরিবেশন করেন মনির, মিষ্টি, নাজমুল, মবিন। আবৃত্তি করেন সিথি ও বুশরা। কৌতুক পরিবেশন করেন ইমরুল কায়েস।
বাঘা (রাজশাহী): বাঘা উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেনন বাঘা বন্ধুসভার সভাপতি সুখী পাণ্ডে।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ পলান সরকার শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের উদ্দেশ্য মহৎ হতে হবে। একজন কৃতী শিক্ষার্থী তার মেধাকে কী কাজে ব্যবহার করবে, তার ওপরই নির্ভর করছে জাতির ভবিষ্যৎ।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল কাদের, বাঘা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সহকারী অধ্যাপক আলী হাশেম, কৃতী শিক্ষার্থী রোকাইয়া ইয়াসমিন।
অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় ইসলামী একাডেমি উচ্চবিদ্যালয়কে।
সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা পলাশ, বাঘা বন্ধুসভার সদস্য সাইদুর রহমান, ঊর্মি, ফাহিমা। নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী দেবী।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
বেলা ১১টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পীরগঞ্জ (ঠাকুুরগাঁও) প্রতিনিধি কাজী নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার আড়াই শতাধিক সংবর্ধিত কৃতী শিক্ষার্থীকে মাদক ও এসিড-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার শপথবাক্য পাঠ করান প্রথম আলোর জেষ্ঠ সহসম্পাদক তুহিন সাইফুল্লাহ।
আলোচনা পর্বে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রহমান বলেন, ‘আগামী দিনে দেশ চালানোর জন্য তোমাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ বক্তব্য দেন অধ্যক্ষ নজরুল ইসলাম, বদরুল হুদা, মানসচন্দ্র রায়।
অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পদক তুলে দেওয়া হয় পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হকের হাতে।
আলোচনার পর সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করেন পীরগঞ্জ বন্ধুসভার সদস্য আকতার জামিল, লিজা আকতার, বৃষ্টি আকতার, সাকিব আহসান, আবদুস সালাম। কৌতুক পরিবেশন করেন রুহুল, জুয়েল ও মনি। গান গেয়ে শোনান বদরুল হুদা, শিউলী রায়, লিজা আকতার, বর্ণ ও মিতীকা এলাহী।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে গুণীজনেরা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। নৈতিকভাবে সৎ না হলে কোনো অর্জনই কাজে আসবে না। ভালো ছাত্রের সঙ্গে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা থাকতে হবে।
প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগিতায় গতকাল বুধবার নেত্রকোনা, মুন্সিগঞ্জ, বাঘা (রাজশাহী) ও পীরগঞ্জের (ঠাকুরগাঁও) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা দেন।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও এবং প্রথম আলো অনলাইন ডটকম।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: শহরের মহুয়া মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলার ১০টি উপজেলার আড়াই শতাধিক কৃতী শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি খায়রুল হক।
আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বলেন, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সারা জীবন সাধনা করতে হবে।
এসএসসির এই সাফল্য জীবনের সব পরীক্ষায় ধরে রাখার আহ্বান জানান নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া।
নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন দেশের কল্যাণে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার কথা বলেন।
নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিয়াউল হাসান বলেন, মাতৃভাষা ও মাতৃভূমিকে বেশি করে ভালোবাসতে হবে।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ বলেন, এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে একদিন সারা জাতি গৌরববোধ করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র সাহা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে অভিনন্দনপত্র, স্মারক ও রজনীগন্ধা ফুল তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র সাহাকে জেলার সেরা স্কুলের সম্মাননা দেওয়া হয়।
মুন্সিগঞ্জ: মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলার অঙ্গীকার করল মুন্সিগঞ্জের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি তানভীর হাসান। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক আয়োজন। জেলার আড়াই শতাধিক শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি বলেন, ভালো ফলের পেছনে অভিভাবক, শিক্ষক সবার সমন্বিত প্রচেষ্টা রয়েছে।
প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মুহামঞ্চদ আলী বলেন, ‘আমরা যদি সততা ও নৈতিকতার চর্চা না করি তাহলে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারব না।’
শিক্ষার্থীদের মাদক ও ইভি টিজিং থেকে দূরে থাকার শপথ করান প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ডা. আহমেদ হেলাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল ইসলাম খান, অধ্যক্ষ মো. নুরুল আমিন, ইউসিবি ব্যাংকের মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক (অপারেশন) আবদুর রহিম। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে।
সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। নৃত্য পরিবেশন করেন মনির, মিষ্টি, নাজমুল, মবিন। আবৃত্তি করেন সিথি ও বুশরা। কৌতুক পরিবেশন করেন ইমরুল কায়েস।
বাঘা (রাজশাহী): বাঘা উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেনন বাঘা বন্ধুসভার সভাপতি সুখী পাণ্ডে।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ পলান সরকার শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের উদ্দেশ্য মহৎ হতে হবে। একজন কৃতী শিক্ষার্থী তার মেধাকে কী কাজে ব্যবহার করবে, তার ওপরই নির্ভর করছে জাতির ভবিষ্যৎ।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল কাদের, বাঘা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সহকারী অধ্যাপক আলী হাশেম, কৃতী শিক্ষার্থী রোকাইয়া ইয়াসমিন।
অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় ইসলামী একাডেমি উচ্চবিদ্যালয়কে।
সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা পলাশ, বাঘা বন্ধুসভার সদস্য সাইদুর রহমান, ঊর্মি, ফাহিমা। নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী দেবী।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
বেলা ১১টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পীরগঞ্জ (ঠাকুুরগাঁও) প্রতিনিধি কাজী নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার আড়াই শতাধিক সংবর্ধিত কৃতী শিক্ষার্থীকে মাদক ও এসিড-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার শপথবাক্য পাঠ করান প্রথম আলোর জেষ্ঠ সহসম্পাদক তুহিন সাইফুল্লাহ।
আলোচনা পর্বে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রহমান বলেন, ‘আগামী দিনে দেশ চালানোর জন্য তোমাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ বক্তব্য দেন অধ্যক্ষ নজরুল ইসলাম, বদরুল হুদা, মানসচন্দ্র রায়।
অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পদক তুলে দেওয়া হয় পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হকের হাতে।
আলোচনার পর সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করেন পীরগঞ্জ বন্ধুসভার সদস্য আকতার জামিল, লিজা আকতার, বৃষ্টি আকতার, সাকিব আহসান, আবদুস সালাম। কৌতুক পরিবেশন করেন রুহুল, জুয়েল ও মনি। গান গেয়ে শোনান বদরুল হুদা, শিউলী রায়, লিজা আকতার, বর্ণ ও মিতীকা এলাহী।
No comments