ভিনদেশিদের মহড়া... by জিয়াউর রহমান চৌধুরী
প্রথম আলোর পঞ্চম তলায় পাঁচ ভিনদেশি ও এক বাংলাদেশির কথোপকথন চলছে। কথোপকথনের মূল বিষয় হলো বাংলা। ‘আমি ভালো বাংলা বলতে পারি না।’ ভাঙা বাংলায় বলছিলেন এক ইন্দোনেশিয়ান। কিন্তু কিছুক্ষণ পরই ‘বৃষ্টি ঝরে যায়...দুচোখে গোপনে...সখী গো নিলা না খবর’ গানটি শোনা গেল সেই মানুষের কণ্ঠেই।
‘আচ্ছা, হাজব্যান্ডের বাংলা কী?’ কথোপকথনের একপর্যায়ে জাপানি মেয়ে মাইয়্যের প্রশ্ন। ‘আমি আজকে বাসায় গিয়েই বাংলায় বলব, আমার স্বামী খুব ভালো।’ প্রশ্নের উত্তর পাওয়ার পর চোখেমুখে প্রাপ্তির হাসি হেসে মাইয়্যের উত্তর। মাইয়্যের সাথি জাপানি মিৎসু তো গিটার বাজিয়ে একটা বাংলা গানই শুনিয়ে দিলেন। আর এসব মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-র মহড়াকক্ষের চিত্র।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১ পর্দা নামছে আজ। তারকাদের মিলনমেলায় আগত দর্শনার্থীদের জন্য চোখ ধাঁধানো নানা আয়োজনের পাশাপাশি থাকছে বেশ কিছু চমক। তেমনি একটি চমক দেবে ইন্দোনেশিয়ার এরিন-হিডা, জাপানের মাইয়্যে-মিৎসু আর জার্মানির এল কে নাসের-মো. নাসের জুটি। তাঁরা কী করবেন, সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে অনুষ্ঠান পর্যন্ত।
বাকিটুক না হয় অনুষ্ঠানের জন্যই চমক হয়ে রইল।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১ পর্দা নামছে আজ। তারকাদের মিলনমেলায় আগত দর্শনার্থীদের জন্য চোখ ধাঁধানো নানা আয়োজনের পাশাপাশি থাকছে বেশ কিছু চমক। তেমনি একটি চমক দেবে ইন্দোনেশিয়ার এরিন-হিডা, জাপানের মাইয়্যে-মিৎসু আর জার্মানির এল কে নাসের-মো. নাসের জুটি। তাঁরা কী করবেন, সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে অনুষ্ঠান পর্যন্ত।
বাকিটুক না হয় অনুষ্ঠানের জন্যই চমক হয়ে রইল।
No comments