মাছ ধরার দুরন্তপনা... by শাহীন রহমান
চৈত্র-বৈশাখ মাসে খাল-বিল, নদী-নালা, পুকুরের পানি শুকিয়ে যায়। রোদ-গরমে প্রাণ হয়ে ওঠে ওষ্ঠাগত। এমন দিনে প্রায় শুকিয়ে যাওয়া নদী-নালার পানি সেচে মাছ ধরার দুরন্তপনায় মেতে ওটার শৈশব স্মৃতি কার না আছে! দল বেঁধে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ মহাআনন্দে মাছ ধরার দৃশ্য এখন অবশ্য খুব বেশি দেখা যায় না।
সারাদিন পুঁটি, টেংরা, শিং, বাইম, গুচি, কৈ-সহ নানা পদের মাছ ধরে কাদা মাখা শরীরে বাড়ি ফেরা। বাবা-মায়ের বকুনি, গোসল সেরে মায়ের হাতে রান্না করা সেই মাছ আর গরম ভাত খাওয়ার স্মৃতি নিয়ে যায় ছোটবেলার দুরন্তপনায়।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে তেমনি দৃশ্য চোখে পড়ে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকায়। মথুরাপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা চিকনাই নদীতে পানি সেচে মাছ ধরার দুরন্তপনায় মেতেছিল কিশোর-বালকের দল।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে তেমনি দৃশ্য চোখে পড়ে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকায়। মথুরাপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা চিকনাই নদীতে পানি সেচে মাছ ধরার দুরন্তপনায় মেতেছিল কিশোর-বালকের দল।
No comments