বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে না যাওয়ায় আমাদের লাভ হলো ১৮ হাজার ২৫০ বছর
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। অনেকের মন এ জন্য অনেক খারাপ। যাদের মন খারাপ তাদেরসহ সবার মন ভালো করার মতো একটা পরিসংখ্যান আছে নিচে। পড়লে যে কারোরই মনে হতে পারে, ‘যাক বাবা, দ্বিতীয় রাউন্ডে না যাওয়াতে কত্ত বড় একটা লসের হাত থেকে রক্ষা পেল জাতি!’
রস+আলোর পাঠকসহ দেশের সবার জন্য হিসাবটি এখানে দেওয়া হলো—
ধরি, বাংলাদেশের প্রতিটি খেলায় ২ কোটি সক্রিয় বাংলাদেশি দর্শক খেলা দেখেন।
প্রতিটি খেলার সময় যদি গড়ে ৮ ঘণ্টা হয়ে থাকে তাহলে সব দর্শক মিলিয়ে মোট ১৬ কোটি ঘণ্টা।
২৪ ঘণ্টায় একদিন হলে ১৬ কোটি ঘণ্টায় প্রায় ৬৬ লাখ ৬৬ হাজার দিন।
৩৬৫ দিনে এক বছর। তাহলে ৬৬ লাখ ৬৬ হাজার দিনে হয় প্রায় ১৮ হাজার ২৫০ বছর।
সুতরাং এক দিন খেলা দেখলে আমাদের প্রতিদিন ১৮ হাজার ২৫০ বছর নষ্ট হচ্ছে। সেই হিসাবে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে না যাওয়াতে প্রতিটি খেলায় ১৮ হাজার ২৫০ বছর নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেল। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমরা যদি বিশ্বকাপ জয়ী হতামও, তাহলেও কি এত বড় প্রাপ্তি হতো আমাদের! সুতরাং আসুন, আমরা হেরে যাওয়ায় আর আফসোস না করে বরং হেরে যাওয়ায় রক্ষা পাওয়া এই ১৮ হাজার ২৫০ বছর কাজে লাগাই।
গবেষণা করেছেন তাওহিদ মিলটন
ধরি, বাংলাদেশের প্রতিটি খেলায় ২ কোটি সক্রিয় বাংলাদেশি দর্শক খেলা দেখেন।
প্রতিটি খেলার সময় যদি গড়ে ৮ ঘণ্টা হয়ে থাকে তাহলে সব দর্শক মিলিয়ে মোট ১৬ কোটি ঘণ্টা।
২৪ ঘণ্টায় একদিন হলে ১৬ কোটি ঘণ্টায় প্রায় ৬৬ লাখ ৬৬ হাজার দিন।
৩৬৫ দিনে এক বছর। তাহলে ৬৬ লাখ ৬৬ হাজার দিনে হয় প্রায় ১৮ হাজার ২৫০ বছর।
সুতরাং এক দিন খেলা দেখলে আমাদের প্রতিদিন ১৮ হাজার ২৫০ বছর নষ্ট হচ্ছে। সেই হিসাবে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে না যাওয়াতে প্রতিটি খেলায় ১৮ হাজার ২৫০ বছর নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেল। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমরা যদি বিশ্বকাপ জয়ী হতামও, তাহলেও কি এত বড় প্রাপ্তি হতো আমাদের! সুতরাং আসুন, আমরা হেরে যাওয়ায় আর আফসোস না করে বরং হেরে যাওয়ায় রক্ষা পাওয়া এই ১৮ হাজার ২৫০ বছর কাজে লাগাই।
গবেষণা করেছেন তাওহিদ মিলটন
No comments