আমরা আনিব রাঙা প্রভাত
এসেছে বৈশাখ। বৈশাখী আয়োজন নিয়ে ছুটির দিনেও হাজির আপনাদের দোরগোড়ায়। নতুন বছরের সূচনা করে বৈশাখ। তাই, বৈশাখ মানেই শুভর সূচনা। নতুনের আগমন ধ্বনি। বরাবরের মতো আমাদের বৈশাখের আয়োজনের পুরোভাগে আছেন একঝাঁক তরুণ। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি একঝাঁক উজ্জ্বল সম্ভাবনাময় তরুণের সঙ্গে।
সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, সমাজসেবা—এসব বিভিন্ন ক্ষেত্রে তাঁরা রেখেছেন প্রতিভার স্বাক্ষর।
ভবিষ্যতে দারুণ কিছু করার প্রতিজ্ঞা আর সম্ভাবনা—দুটোই আছে তাঁদের মধ্যে।
আমরা বিশ্বাস করি, তরুণ আর নতুনের শক্তিই বদলে দিতে পারে আমাদের চারপাশ। তরুণেরাই আঁধার ডিঙিয়ে আমাদের নিয়ে যেতে পারেন উজ্জ্বল ভবিষ্যতের দুয়ারে। দেখাতে পারেন, নতুন দিনের স্বপ্ন। আনতে পারেন, নতুন দিনের ভোর। ফেলে আসা অতীত হয়তো আমাদের খুব আশাবাদী করে না।
তার পরও আমরা ভরসা রাখতে চাই এই তরুণদের ওপরেই। তারুণ্যে বন্দনা ছাড়াও সঙ্গে থাকল আমাদের সংস্কৃতির অনুষঙ্গ বাংলার খেলা আর বাংলার ধাঁধা।
আশা করি, এ আয়োজন বৈশাখের এই রংদার মুহূর্তকে আরও রঙিনতর করে তুলবে।
সবাইকে বৈশাখী শুভেচ্ছা।
ভবিষ্যতে দারুণ কিছু করার প্রতিজ্ঞা আর সম্ভাবনা—দুটোই আছে তাঁদের মধ্যে।
আমরা বিশ্বাস করি, তরুণ আর নতুনের শক্তিই বদলে দিতে পারে আমাদের চারপাশ। তরুণেরাই আঁধার ডিঙিয়ে আমাদের নিয়ে যেতে পারেন উজ্জ্বল ভবিষ্যতের দুয়ারে। দেখাতে পারেন, নতুন দিনের স্বপ্ন। আনতে পারেন, নতুন দিনের ভোর। ফেলে আসা অতীত হয়তো আমাদের খুব আশাবাদী করে না।
তার পরও আমরা ভরসা রাখতে চাই এই তরুণদের ওপরেই। তারুণ্যে বন্দনা ছাড়াও সঙ্গে থাকল আমাদের সংস্কৃতির অনুষঙ্গ বাংলার খেলা আর বাংলার ধাঁধা।
আশা করি, এ আয়োজন বৈশাখের এই রংদার মুহূর্তকে আরও রঙিনতর করে তুলবে।
সবাইকে বৈশাখী শুভেচ্ছা।
No comments