স্বামীর আগুনে পুড়ে লাশ গৃহবধূ
পাষণ্ড যৌতুকলোভী স্বামীর দেয়া আগুনে পুড়ে লাশ হয়ে নিজ বাড়িতে ফিরল ১৯ বছর আগে হারিয়ে যাওয়া মাজেদা খাতুন। শিশুকালে পিতৃহীন সংগ্রামী মাজেদা খাতুন অভাবের কাছে না হারলেও শেষ পর্যন্ত যৌতুকলোভী স্বামীর কাছে হেরে গেলেন। স্বামীর দেয়া আগুনে পুড়ে ১১ দিন পর তার মৃত্যু ঘটে বৃহস্পতিবার ভোর রাতে। মাজেদা কুড়িগ্রাম জেলার পলাশবাড়ি গ্রামের বাবর আলীর মেয়ে।
ঝিনাইদহ মানবাধিকার সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু জানান, সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে (২৫) ২২ জানুয়ারি শরীরে পেট্রল ঢেলে হত্যার চেষ্টা চালায় পাষণ্ড স্বামী শহিদুল ইসলাম। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
পত্রপত্রিকার খবর ও মানবাধিকার সংগঠনের সহায়তায় ১৯ বছর পর মাজেদার মা, বোন ও ভগ্নিপতি সানোয়ার হোসেন তাকে খুঁজে পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মাজেদার মৃত্যু ঘটে। আগুনে পুড়ে বিকৃত মাজোদার লাশ গতকাল কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী গ্রামে দাফন করা হয়।
No comments