আফগানিস্তানে উদ্বেগজনক হারে বেসামরিক প্রাণহানি বাড়ছে: জাতিসংঘ
আফগানিস্তানে সহিংসতায় বেসামরিক মানুষের নিহতের সংখ্যা টানা পঞ্চম বছরের মতো উদ্বেগজনক হারে বেড়েছে। ৫ বছরের মধ্যে এ সংখ্য সবচেয়ে বেশি ছিল গত বছর। হতাহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আফগানিস্তানে দায়িত্বে নিযুক্ত জাতিসংঘ অ্যাসিস্ট্যান্স মিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে ২ হাজার ৪১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে দেশটিতে। এ সংখ্যা ২০১০ সালে ছিল ২ হাজার ৭৯০ ও ২০১১ সালে বেসামরিক মানুষ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২১ জনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বেশীরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে জঙ্গি হামলায় । এতে বলা হয়েছে, বিশেষ ধরনের বিস্ফোরক ইম্প্রোভাইজড এঙপ্লোসিভ ডিভাইসেসের (আইইডিএস) ব্যবহার অত্যন্ত বেড়ে গেছে। এর সঙ্গে আত্মঘাতী হামলাগুলো আরও মারাত্মক হয়ে উঠেছে। তাছাড়া আফগানিস্তান সরকারকে সহযোগিতার উদ্দেশ্যে পরিচালিত মার্কিন ড্রোন হামলার কারণেও বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ওদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধি জ্যান কুবিস বলেছেন, আফগানিস্তানের শিশু, নারী ও পুরুষের নিহত হওয়ার ঘটনা অব্যাহতভাবে বাড়ছে। বেসামরিক নাগরিকরা আফগান যুদ্ধে সর্বোচ্চ মূল্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
No comments