সিরিয়ার সবচেয়ে রক্তাক্ত দিন: নিহত ২০০, আহত কয়েক শ’
সিরিয়ার হোমস শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর স্মরণকালের ভয়াবহতম দমন-পীড়নের ঘটনায় ২ শ’য়েরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা কয়েক শ’ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, নিহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। মুহুর্মুহু মর্টার শেলের আঘাতে গতকাল বারবার প্রকম্পিত হচ্ছিল গোটা হোমস শহর। দেশটিতে অভ্যুত্থান শুরুর পর প্রায় ১১ মাসের মধ্যে এটাই সবচেয়ে মর্মান্তিক ঘটনা। শুধু স্থানীয় খালদিয়েহ এলাকাতেই প্রায় ১৪০ ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। বিরোধীদের বিক্ষোভ আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল বলে পরিচিত হোমস নগরী নতুন এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য একটি খসড়া প্রস্তাবে ভোটের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছিল, তার প্রেক্ষিতেই গতকাল সহিংস দমন-পীড়নে নেমে পড়ে আসাদ-বাহিনী। তবে, এ সহিংস আচরণের কারণ এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। এ খবর দিয়েছে এনডিটিভি।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছিল, সরকারের অব্যাহত দমন-পীড়নে সিরিয়ায় প্রায় সাড়ে ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছিল, সরকারের অব্যাহত দমন-পীড়নে সিরিয়ায় প্রায় সাড়ে ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
No comments