ম্যানিংয়ের বিচার হবে সামরিক আদালতেই
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গুরুত্বপূর্ণ গোপন সরকারি নথি ফাঁসের দায়ে অভিযুক্ত মার্কিন সেনা সদস্য ব্র্যাডলি ম্যানিংয়কে (২৪) সামরিক আদালতে বিচার করা হবে। অনলাইন বিবিসি জানিয়েছে, গোয়েন্দা বিশ্লেষক ম্যানিং ইরাকেও দায়িত্ব পালন করেছিলেন। এদিকে অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। গত বছরের ডিসেম্বরে বিচারপূর্ব এক শুনানিতে অংশ নেয়ার সময় সন্দেহভাজন ম্যানিংকে সামরিক আদালতে বিচারের দাবি উঠেছিল। তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সামরিক আদালতে বিচার শুরুর কোন সুনির্দিষ্ট দিন, তারিখ এখনও নির্ধারিত হয়নি। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। সেনাবাহিনী এখন সামরিক আদালতে বিচারের জন্য একজন বিচারককে নির্বাচিত করবে বলে জানা গেছে। তিনি শুনানি ও বিচারের তারিখ ধার্য করবেন। ২০১০ সালের মে মাসে ম্যানিংকে গোপন নথি ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
No comments