ফেলানীকে নিয়ে চলচ্চিত্র
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে নিহত বালিকা ফেলানীকে নিয়ে নির্মাণ হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ফেলানী’ নামের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। এর স্ক্রিপ্ট লিখেছেন গোলাম রাব্বানী। জীবিকার সন্ধানে বাবা মা’র সঙ্গে ইটভাটায় কাজ করতে ভারতে গিয়েছিল ১৪ বছরের কিশোরী ফেলানী। কাঁটাতারের প্রাচীর ডিঙ্গিয়ে নিজ দেশে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। ফেলানী তার স্বপ্ন নিয়ে পাখির মতো ঝুলে পড়ে কাঁটাতারে। চার ঘণ্টা পানি পানি করে চিৎকার করতে থাকে ফেলানী। এক সময় কাঁটাতারেই ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু ঘটে। ফেলানীর জীবন আর স্বপ্ন নিয়েই এ ছবির গল্প। এ ছবির ফেলানী চরিত্রে অভিনয় করবেন একজন দক্ষ কিশোরী অভিনেত্রী। বর্তমানে ছবির শুটিংয়ের পূর্ব প্রস্তুতি চলছে। কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে।
No comments