রাশিয়াকে দুষছে ইউরোপ!
ইউরোপজুড়ে তীব্র শীতের প্রকোপে যখন নিহতের সংখ্যা বেড়ে চলেছে, এমন পরিস্থিতিতে ইউরোপীয় কয়েকটি দেশ অভিযোগ এনেছে, রাশিয়ার জ্বালানি সরবরাহ কমিয়ে দেয়ায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেন, রাশিয়া প্রায় ১৪ শতাংশ গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। গত কয়েক দিনে ইউক্রেনে ঠাণ্ডার কারণে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইউরো অঞ্চলের মুখপাত্র মার্লিন বলেছেন, রাশিয়ায় গ্যাসের চাহিদা বেশ বেড়ে যাওয়ায় ৮টি দেশে গ্যাসের সরবরাহ কমিয়েছে তারা। এ দেশগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস ও ইতালি। তবে তিনি বলেছেন,পরিস্থিতি খুব গুরুতর নয়। সঙ্কট পর্যবেক্ষণ করা হচ্ছে। পূর্ব ইউরোপের কোন কোন অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় বহু মানুষ প্রাণ হারান।
No comments