পাবনায় কমছে সবজির দাম

পাবনার হাট-বাজারগুলোয় সবজির দাম কমতে শুরু করেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমতে শুরু করায় সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি ফিরেছে। গত দুদিনে পাবনার বড় বাজার, মাসুম বাজার, শিংগা বাজার, লাইব্রেরি বাজার, কলেজ বাজার, অনন্ত বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে সবজির দাম অনেকখানি কমেছে। সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহের ১৬০ টাকা কেজির কাঁচামরিচ গত সোমবার পাবনা বড় বাজারে বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। অন্য বাজারগুলোয়ও একই অবস্থা। সবজির মধ্যে ১৬ টাকা কেজির আলু ১৪ টাকা, কেজিপ্রতি দুই টাকা কমে পেঁয়াজ কেজি প্রতি ৩৪ টাকায়, ৩০ টাকা কেজির বেগুন ২০ টাকায়, ৩০ টাকা কেজির ঝিঙে ২০ টাকায়, ৬০ টাকা কেজির করলা ৪০ টাকায় আর ৩০ টাকা কেজির মুলা ২০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের দাম কেজিপ্রতি ১২ টাকাই রয়েছে। দাম কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের শাকেরও।


ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে বাজারে লালশাক বিক্রি হতো ৩০ টাকা কেজি দরে। গতকাল তা বিক্রে হয়েছে ২০ টাকা দরে। অন্য শাকের মধ্যে সবুজ শাক ৩০ টাকার স্থানে ১৬ টাকা, ৪০ টাকা কেজির পালংশাক ২০ টাকা কেজি দরে বিক্রে হচ্ছে। পাবনা বড় বাজারের সবজি ব্যবসায়ী মাসুম শেখ, আবদুল মজিদসহ অন্যরা জানান, কয়েক দিনে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। পাশাপাশি বৃষ্টিপাত না হওয়ায় জমির সবজি নষ্টও হয়নি। ফলে আমদানিতে ঘাটতি পড়েনি। এ কারণেই দাম কমতে শুরু করেছে। পাবনা সদর উপজেলার টেবুনিয়াহাট, দাপুনিয়াহাট, ঈশ্বরদীর ছলিমপুর, দাশুড়িয়া, আওতাপাড়া, মূলাডুলীহাটসহ বিভিন্ন হাট থেকে পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা সবজি সংগ্রহ করেন। পাশাপাশি গ্রাম ও চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাও তাঁদের জমির ফসল ও সবজি কেটে পাবনার বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য আনেন। কয়েক দিনে সবজির সরবরাহ ভালো থাকায় হাট-বাজারগুলোয় সবজির দাম কমেছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ এমন থাকলে দাম আরো কমবে।

No comments

Powered by Blogger.