প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা ছিলেন অন্ধকারে by সাহাদাত হোসেন পরশ

'সাক্ষী, পিলখানা বিদ্রোহের সময় আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। বদলির আদেশ স্থগিত করে আপনাকে বিডিআরে (বর্তমানে বিজিবি) রাখা হয়েছিল। আপনি কি আগে থেকেই বিদ্রোহের কথা জানতেন?' আসামিপক্ষের আইনজীবী শামীম সরদারের এমন প্রশ্নের জবাবে পিলখানা হত্যা মামলার সাক্ষী বিডিআরের তৎকালীন ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল শামছুল আলম চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রীর পিলখানা আগমন উপলক্ষে ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি আমাকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।


বিডিআর বিদ্রোহের আগাম কোনো তথ্য আমার কাছে ছিল না। ৫ ফেব্রুয়ারি আমার বদলির আদেশ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দরবার উপলক্ষে আমাকে বিডিআরে রাখা হয়।' বিদ্রোহের বেশ কিছুদিন আগে পিলখানা সংলগ্ন একটি কোচিং সেন্টারে লিফলেট তৈরি করে বিদ্রোহীরা। এ ছাড়া পিলখানার ভেতর কয়েক
দফা বৈঠক করে। পিলখানা বিদ্রোহের বিচার চলাকালে সাক্ষীদের জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে।
পিলখানা হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন সাক্ষী শামছুল আলম চৌধুরীকে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। দু'দফা বিরতি দিয়ে বিচার কার্যক্রম চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিচার কার্যক্রম স্থগিত করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক ছুটিতে থাকায় তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান ভারপ্রাপ্ত বিচারক হিসেবে মামলা পরিচালনা করেন।
বিডিআরের ডাল-ভাত কর্মসূচিতে কী পরিমাণ লাভ হয়েছিল? বিবাদীপক্ষের আইনজীবীর এমন প্রশ্নের উত্তরে সাক্ষী বলেন, 'ডাল-ভাত কর্মসূচি শেষ হওয়ার পর আমি বিডিআরে যোগদান করি।' ডাল-ভাত কর্মসূচির লাভের টাকা নিয়ে বিডিআর কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল? উত্তরে শামছুল আলম বলেন, 'এ বক্তব্য সঠিক নয়।'
ঘটনার দিন যে সৈনিক তৎকালীন বিডিআর মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করে সেটা আপনি (সাক্ষী) ফিরিয়ে দিয়েছিলেন? সাক্ষী বলেন, 'সেই অস্ত্রটি ফ্রি করে দিয়েছি। কয়েক কর্মকর্তা মিলে ওই জওয়ানকে শুইয়ে দেওয়া হয়। তখনও অস্ত্রটি জওয়ানের কাছে ছিল।' এরপর আসামিপক্ষের আইনজীবী বলেন, ওই অস্ত্র দিয়েই আপনারা এক জওয়ানকে সেখানে হত্যা করেন। সাক্ষী বলেন, 'সঠিক নয়।'
ভালো জায়গায় পদোন্নতি পাওয়ার জন্য আপনি রাষ্ট্রপক্ষের কথামতো সাক্ষ্য দিচ্ছেন? সাক্ষী বলেন, 'সাক্ষ্যের ওপর ভালো জায়গায় বদলি ও পদোন্নতি নির্ভর করে না।'
ঘটনার পর সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তা আপনাদের উদ্ধার করতে পিলখানায় গিয়েছিলেন? জবাবে শামছুল আলম বলেন, 'সশস্ত্র বাহিনীর সদস্যরা পিলখানার বাইরে অবস্থান নেন। তারা ভেতরে আসেননি।' ঘটনার সময় পিলখানায় নিরাপত্তা ইউনিটের কার্যতালিকা দেখা হলে অনেক কর্মকর্তা আসামি হবেন_ এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, 'সঠিক নয়।'
ঘটনার দিন পিলখানায় বিডিআর জওয়ানরা স্লোগান দেয়, 'জয় বাংলা, জয় বিডিআর।' উত্তরে শামছুল আলম চৌধুরী বলেন, 'এমন স্লোগান আমি শুনিনি। নারায়ে তকবির, আল্লাহু আকবর; পিলখানায় সেনা কর্মকর্তাদের ঠাঁই নেই_ এমন স্লোগান শুনতে পাই।' ঘটনার পর ১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও সাংবাদিকরা দরবার হলে যান_ এ প্রশ্নে সাক্ষী বলেন, 'সাংবাদিকরা দরবার হল দেখতে যান। তদন্ত কর্মকর্তা ছিলেন না।' ঘটনার দিন একজন ইমাম দরবার হলে উপস্থিত ছিলেন। তিনি বেঁচে থাকলে তার মুখ থেকে সত্য বের হতো। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে_ এমন মন্তব্যে সাক্ষী বলেন, 'এটা সঠিক নয়।'
গতকাল সকালে ডিএডি তৌহিদের আইনজীবী অ্যাডভোকেট আমিনউদ্দিনের জেরার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।
সাক্ষীকে জেরার সময় আসামিপক্ষের আইনজীবীরা অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। একপর্যায়ে বিচারক আসামিপক্ষের আইনজীবী ফারুক হোসেনকে উদ্দেশ করে বলেন, 'আপনি ইন্টেলিজেন্ট প্রশ্ন করুন। উনি (সাক্ষী) গেজেটেড অফিসার। এমন প্রশ্ন করুন যাতে আপনার আসামির স্বার্থ রক্ষা হয়। অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে আদালতের সময় অপচয় হয়।'

No comments

Powered by Blogger.