সোমালিয়ায় আল-শাবাব ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলায় ৭৮ জন নিহত
সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল-শাবারের ঘাঁটিতে গতকাল বুধবার বিমান হামলা চালিয়েছে কেনিয়া। এতে অন্তত ৭৩ জন জঙ্গি ও কেনিয়ার পাঁচজন সেনা নিহত হয়। আল-শাবাবের বিরুদ্ধে কেনিয়া থেকে বিদেশি পর্যটকদের অপহরণের অভিযোগ রয়েছে।
এ মাসের শুরুতে কেনিয়া থেকে অপহূত ফরাসি নারী মারিয়ে দেদিউ (৬৬) সোমালিয়ায় মারা গেছেন। আল-শাবাব জঙ্গিরা তাকে অপহরণ করে। গতকাল ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়।
কেনিয়ার সেনা কর্মকর্তা মেজর ইমানুয়েল চিরচির বলেন, আল-শাবাবেব ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। জঙ্গি নির্মূলে জঙ্গিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি জানান, অভিযানে কেনিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা নিহত হয়েছে।
এ মাসের শুরুতে কেনিয়া থেকে অপহূত ফরাসি নারী মারিয়ে দেদিউ (৬৬) সোমালিয়ায় মারা গেছেন। আল-শাবাব জঙ্গিরা তাকে অপহরণ করে। গতকাল ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়।
কেনিয়ার সেনা কর্মকর্তা মেজর ইমানুয়েল চিরচির বলেন, আল-শাবাবেব ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। জঙ্গি নির্মূলে জঙ্গিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি জানান, অভিযানে কেনিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা নিহত হয়েছে।
No comments